বলিউডের অভিনেতা সানি দেওল যোগ দিলেন পদ্ম শিবিরে। ওনাকে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে টিকিট দেওয়া হতে পারে। সানি দেওল তিনদিন আগেই বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ এর সাথে সাক্ষাৎ করেছিলেন। তখন থেকেই গুঞ্জন উঠছিল যে, বিজেপিতে যোগ দিতে পারেন সানি। আর আজ সেই গুঞ্জন সত্যি করে দিল্লির বিজেপি অফিসে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও নির্মলা সীতারমন এর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাবের গুরুদাসপুর থেকে সানি দেওলকে বিজেপি তাঁদের প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারে। এর আগে ওনাকে পাঞ্জাবের অমৃতসর আসন থেকে টিকিট দেওয়ার কথা উঠছিল।
পাঞ্জাবে ভারতীয় জনতা পার্টি আকালি দলের সাথে জোট করে নির্বাচনে লড়ছে। সেখানের ১৩ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি গুরুদাসপুর, অমৃতসর আর হোশিয়ারপুরে নিজদের প্রার্থী ঘোষণা করতে পারবে। বাকি দশটি আসনে আকালি দল নিজেদের প্রার্থী দেবে।
Shri @iamsunnydeol joins Bharatiya Janata Party in New Delhi. #AayegaToModiHi pic.twitter.com/MmWuwJELCS
— BJP (@BJP4India) April 23, 2019
আর পাঞ্জাবের ওই তিন আসনে সবাই নজর লাগিয়ে আছে। রবিবার বিজেপি অমৃতসর থেকে হরদিপ সুরির নাম ঘোষণা করেছে। কিন্তু এখনো গুরুদাসপুর আর হোশিয়ারপুর থেকে তাঁদের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।
বিনোদ খান্নার মৃত্যুর পর গুরুদাসপুর আসন খালি হয়ে যায়। গত বছর ২৭ এপ্রিলে বিনোদ খান্নার মৃত্যু হয়েছিল। ওনার স্ত্রী কবিতার নামও ওই আসন থেকে উঠে আসছিল। ১৯৯৭ সালে বিনোদ খান্না বিজেপিতে যোগ দিয়েছিলেন। ১৯৯৮ সালে প্রথমবার নির্বাচনে লড়েছিলেন, আর জিতেও ছিলেন। ১৯৯৯ আর ২০০৪ সালে বিনোদ খান্না সেখানে জয় হাসিল করেছিলেন। ২০০৯ সালে উনি কংগ্রেসের কাছে হেরেছিলেন ঠিকই, কিন্তু ২০১৪ সালে দেশে মোদী ঝড় চলাকালীন উনি আবার ওই আসন থেকে জিতে পার্লামেন্টে যান।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2XAxdnU
Bengali News