তৃতীয় দফার ভোটপর্ব শুরু হতে, মালদা থেকে একটা বড়ো খবর সামনে আসছে। খবর এই যে, মালদার রতুয়া বুথে ভোট প্রদানেও দুনাম্বারী শুরু হয়েছে। ভোট প্রদানের সময় দুজন করে বুথে প্রবেশ করছে এবং ভোট প্রদান করছে। অর্থাৎ আসল ভোট প্রদানকারীর সাথে আরেকজন প্রবেশ করে ভোট দিচ্ছে। এক্ষেত্রে ভোটপ্রদানকারীর স্থানে ভোট সঙ্গে যাওয়া ব্যাক্তি প্রদান করছে। মালদার উত্তর কেন্দ্র(দক্ষিণ সাহাপুর প্রাথমিক বিদ্যালয়) থেকে এমন চাঞ্চল্যকর ছবি সামনে আসছে।
প্রথমত জানিয়ে দি, যদি কোনো ব্যক্তি শারিরীকভাবে দূর্বল থাকে তাহলে সে ভোট প্রদানের জন্য এসিস্ট্যান্ট নিতে পারে। তবে এর জন্য একটা নিয়ম মেনে চলতে হয়। একটা ফর্ম ফিলাপ করে সেটা প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিতে হয়। তৎপর অফিসার অনুমতি দিলে তবেই এসিস্ট্যান্ট ভোট দিতে পারে। কিন্তু মালদার রতুয়া বুথে কোনো নিয়ম না মেনেই দুজন করে বুথে প্রবেশ করে ভোট দেওয়ার কাজ চলছে।
সকাল ৭.১৫ থেকে এমন ঘটনা ওই বুথে লক্ষ করা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া দৃষ্টি আকর্ষণ করলে তৎপর নির্বাচন কমিশন ওই বুথের প্রিসাইডিং অফিসারকে পরিবর্তন করেছে। লক্ষণীয় বিষয় এই যে, সুষ্ঠ সবল ভোটারদের সাথে এসিস্ট্যান্ট গিয়ে তার ভোট দিচ্ছে। বুথে কেন্দ্রীয়বাহিনী নিযুক্ত রয়েছে। কিন্তু বুথের ভেতর থেকে প্রিসাইডিং অফিসার নিয়ম নিয়ে কোনো প্রশ্ন তোলেননি বা কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানাননি। তাই স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় বাহিনীও কোনো স্টেপ নিতে পারেনি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Dt3R3g
Bengali News