-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কংগ্রেস প্রার্থী বাদে EVM এ অন্য কোন বোতাম টিপলেই বিদ্যুতের ঝটকা লাগবেঃ আবগারি মন্ত্রী

- April 17, 2019

লোকসভা নির্বাচন ২০১৯ (Lok Sabha Elections 2019) রাজনৈতিক যুদ্ধে নেতাদের বিতর্কিত বয়ানের উপর নির্বাচন কমিশন লাগাতার নজর রাখছে, এবং কড়া পদক্ষেপও নিচ্ছে। একদিন আগেই মায়াবতী, আদিত্যনাথ, আজম খান, মেনকা গান্ধী এর উপর নির্বাচন কমিশন প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।

নির্বাচন কমিসশন এখন ছত্তিসগড়ের মন্ত্রী কবাসি লখমা (Kawasi Lakhma) কে নোটিশ পাঠিয়েছে। কংগ্রেসের এই মন্ত্রী একটি জনসভায় বলেছিলেন, ভোটিং এর সময় কংগ্রেস প্রার্থী ছাড়া ইভিএম (EVM ) এর অন্য কোন বোতাম টিপলেই কারেন্টের ঝটকা লাগবে!

নির্বাচন কমিশন ছত্তিসগড়ের আবগারি মন্ত্রী কাবাসি লখমাকে (Kawasi Lakhma) নোটিশ পাঠিয়ে তিন দিনের মধ্যে জবাব চেয়েছে। আবগারি মন্ত্রী কবাসি লাখমা একটি সভায় হুমকির সূরে জনগণকে বলেছিলেন, তাঁরা যদি কংগ্রেসের প্রার্থী ছাড়া ইভিএমে অন্য কোন বোতাম টেপে তাহলে বিদ্যুতের ঝটকা লাগবে।

এর আগে একটি নির্বাচনী জনসভায় ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ রমন সিং এর বিরুদ্ধে বিতর্কিত বয়ান দিয়ে ওনাকে ভুয়ো ডাক্তার বলেছিলেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2V460MR
Bengali News
 

Start typing and press Enter to search