-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সাধ্বী প্রজ্ঞাকে ‘গেরুয়া সন্ত্রাসী” শব্দের জনকের বিরুদ্ধে মাঠে নামানো বিজেপির সিদ্ধান্তঃ অমিত শাহ

- April 17, 2019

Bharatiya Janata Party বিজেপি ভোপাল লোকসভা আসনে (bhopal lok sabha) কংগ্রেসের প্রার্থী দিগ্বিজয় সিং (digvijay singh) এর বিরুদ্ধে সাধ্বী প্রজ্ঞাকে (sadhvi pragya) ময়দানে নামিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah) টুইট করে সাধ্বী প্রজ্ঞাকে (sadhvi pragya) বিজেপির প্রার্থী করার পিছনে কারণ বলেছেন। অমিত শাহ (Amit Shah) বলেন, ‘ বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে, ‘গেরুয়া আতঙ্কবাদী” শব্দের জনক দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে ময়দানে নামাবে।”

অমিত শাহ (Amit Shah) নিজের টুইটে লেখেন, ‘ রাহুল গান্ধী আর কংগ্রেস দেশকে সুরক্ষিত করতে পারবেনা। ওঁরা শুধু হিন্দু সন্ত্রাসবাদী আর গেরুয়া সন্ত্রাসী বলে গোটা বিশ্বে হিন্দু ধর্মের বদনাম করতে পারে। তাই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে, ‘গেরুয়া আতঙ্কবাদী” শব্দের জনক দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে ময়দানে নামাবে।”

আপনাদের জানিয়ে রাখি, বুধবার বিজেপির প্রাথমিক সদস্যতা নেওয়ার পর সাধ্বী প্রজ্ঞাকে ভোপালের প্রার্থী ঘোষণা করে বিজেপি। যদিও এর আগে থেকেই ওনার ভোপাল লোকসভা আসন থেকে লড়াই করার খবর আসছিল। বুধবার তিনি ভোপালের বিজেপি অফিসে গিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এর সাথে দেখা করেন। আর তারপরেই উনি যে বিজেপির টিকিটে লড়ছেন সেটা স্পষ্ট হয়ে যায়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2PfAdTO
Bengali News
 

Start typing and press Enter to search