লোকসভা ভোটের (Lok Sabha Election 2019 ) আগে দলকে বড়সড় ঝটকা দিয়ে দল থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী (priyanka chaturvedi) । খবর অনুযায়ী বেশ কদিন ধরেই পার্টির কাজে ক্ষুব্ধ ছিলেন প্রিয়াঙ্কা। কিছুদিন আগে প্রিয়াঙ্কা চতুর্বেদী (priyanka chaturvedi) রাফেল সংক্রান্ত মামলায় একটি প্রেস কনফারেন্স করার জন্য উত্তর প্রদেশে গেছিলেন। আর সেখানেই নিজের দলের কর্মীদের হাতে হেনস্থা হয়েছিলেন তিনি।
এরপর প্রিয়াঙ্কার অভিযোগে তাঁর সাথে দুরব্যাবহার করা কংগ্রেস কর্মীদের বহিস্কার করা হয়েছিল। কিন্তু গত বুধবার সেই বহিষ্কৃত কর্মীদের আবারও দলে যুক্ত করা নিয়ে একটি নোটিশ জারি করা হয়। আর তারপর থেকেই প্রিয়াঙ্কা চতুর্বেদী পার্টির এই কাজে খুব ক্ষুব্ধ হন।
এর আগে প্রিয়াঙ্কা টুইটার থেকে নিজের কংগ্রেস মুখপাত্র হওয়ার তথ্য মুছে ফেলেছিলেন। আর এরপর থেকেই জোর গুঞ্জন উঠছে যে, প্রিয়াঙ্কা চতুর্বেদী কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছেন। উনি এর আগে কংগ্রেসে গুন্ডাতন্ত্র চলছে বলে অভিযোগ করেছিলেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IzEyAT
Bengali News