তৃতীয় দফা ভোটকে কেন্দ্র করে এক বড়ো খবর সামনে আসছে। বালুরঘাটের কুমারগঞ্জ থেকে একটা খবর সামনে আসছে। খবর অনুযায়ী, কুমারগঞ্জে তৃণমূলের প্রাক্তন বিধায়ক পুলিশকে ধমকি দিয়েছেন বুথে আসার জন্য। তৃনমূলের প্রাক্তন বিধায়ক মাহবুবা বেগম পুলিশকে ধমকি দিয়েছে। মেহবুবা বেগম এর মতে তার এলাকার বুথে পুলিশ আসার অনুমতি নেই। তৃণমূল নেত্রী মাহবুবা বেগম পুলিশকে ধমক দিয়ে বলেছেন, এ বুথ আমার এখানে কেন এসেছেন?
মেহবুবা বেগম বলেছেন, আমি ৩৪ বছর ধরে এই বুথ তৈরি করেছি এখানে পুলিশ আসার কি প্রয়োজন। মাহবুবা বেগম বলেছেন পুলিশ যদি কিছু করে তাহলে আমরা ছেলেরা পুলিশের মুখের দিকে তাকিয়ে থাকবে নাকি! মাহবুবার পাশে থাকা তার এক সমর্থক বলেছেন, বহিরাগতরা এখানে আসতে পারে না।
সাধারণ মানুষ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন জানিয়েছিল। কিন্তু পুলিশ আসার পর, প্রকাশ্যেই পুলিশকে ধমকি দিয়েছেন তৃণমূলের নেত্রী। লক্ষণীয় বিষয় এই যে, মাহবুবা বেগম বর্তমান বিধায়ক নন। মাহবুবা প্রাক্তন বিধায়ক কিন্তু তা সত্বেও উনি দাপট দেখাতে থামেননি। অবশ্য পুলিশ উনার ধমকিতে ভয় না পেয়ে গণতন্ত্রের মান রাখতে নিজেদের কাজ করে গেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2vgWuaz
Bengali News