দেশে আচ্ছে দিন এসেছে কিনা সেটা রাজনৈতিক নেতারা এবং জনগণ বলবে।তবে রাহুল গান্ধীর খারাপ দিন শুরু হয়েছে এটা যে কেউ বলতে পারবে। কারণ একদিকে নিজের নাম নিয়ে নির্বাচন কমিশনের কাছে চাপে রয়েছেন তো অন্যদিকে চৌকিদার চোর বলতে গিয়ে আদালতের চক্করে পড়েছেন। কালই রাহুল গান্ধী ‘চৌকিদার চোর’ বলা নিয়ে আদালতে ক্ষমা চেয়েছেন। তবে মামলা এখনো শেষ হয়নি।
সুপ্রিম কোর্ট আজ রাহুল গান্ধীকে অবমাননার নোটিশ পাঠিয়েছে। সাংসদ মিনাক্ষী লেখির পিটিশনের পর আদালত অবমাননা নোটিশ পাঠিয়েছে রাহুল গান্ধীকে। আসলে রাহুল গান্ধী নিজের ভাষণে বলেছিলেন, ‘সুপ্রিম কোর্ট মেনেছে চৌকিদার চোর’। এই ভাষণের উপর রাহুল গান্ধীকে নোটিশ পাঠানো হয়েছে। ৩০ এপ্রিল এই ইস্যুতে শুনানি হবে বলে সূত্রের খবর।
জানিয়ে দি, রাহুল গান্ধী আমেঠি থেকে রাফেল সংক্রান্ত ভাষণ দিয়েছিলেন। আমেঠি থেকে রাহুল গান্ধী আদালতের সিধান্তকে বিকৃত করে প্রধানমন্ত্রী মোদীকে চোর বলেছিলেন। আদালত আগেই জানিয়ে দিয়েছে যে, রাফেল চুক্তিতে কোনো দুর্নীতি নেই। কিন্তু তা সত্ত্বেও রাহুল গান্ধী ভিত্তিহীনভাবে মিথ্যাপ্রচার করেছিলেন। আর এখন আদালত রাহুল গান্ধীকে অবমাননার নোটিশ পাঠিয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2VWFG4w
Bengali News