গত পঞ্চায়েত ভোটে কি হয়েছিল সেটা সবাই জানে, আর সেই জন্য পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে এরাজ্যের ভোটার, ভোট কর্মী সবাই সাবধান। ভোটের আগে বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট করাবে না বলে জানিয়েছিল ভোট কর্মীরা। এমনকি ভোটাররাও জানিয়ে দিয়েছিল যে, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট দেবেনা।
এরাজ্যের দু দফার লোকসভা নির্বাচনে রাজ্যের সন্ত্রাসের নগ্ন চরিত্র আবার ফুটে উঠেছিল। দিকে দিকে বুত জ্যাম, বিরোধী এজেন্টদের মারধর, ভোটারদের আইডি কার্ড কেড়ে নিয়ে ভোট দিতে বাঁধা দেওয়ার নানান ছবি আমরা দেখেছি। তবুও নির্বাচন কমিশন এবং শাসক দল তৃণমূল জানিয়েছে, ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। এমনকি ভোট পরবর্তী হিংসার কারণে চোপড়ায় এক সপ্তম শ্রেণীর পড়ুয়া গুলির আঘাতে আহত হয়।
আজ দেশ তথা রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ গুজরাটের গান্ধীনগরে ভোট দেওয়ার আগে নিজের মায়ের আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভোট শুরু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা সামনে আসছে।
কিন্তু এগুলোর মধ্যে বিরল নজীর গড়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার বিধানসভার বেকিডাঙা জিএসএফপি স্কুলে ৩৬/৫২ নম্বর বুথে। সেখানে, কেন্দ্রীয় বাহিনী না আসায় বুথে ভোটকর্মীদের ঢুকতে দিলেন না গ্রামবাসীরা। বুথে তালা দিয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IzBUuH