যদি আপনি ভাবছেন এটা শুধুমাত্র ব্যাঙ্গ খবর তাহলে সেটা ভুল। কারণ খবর এমন একজন ব্যাক্তির থেকে আসছে যিনি কেজরিওয়ালের সাথে বহুবছর ধরে কাজ করেছেন। দিল্লীর বিধায়ক কপিল মিশ্র যে তথ্য সামনে এনেছেন তা বেশ বড়ো। পাওয়া খবর অনুযায়ী, আম আদমি পার্টির কিছু বিধায়ক মিলে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে মারধর করেছেন। আর এই কারণে কেজরিওয়াল বিগত ৩ দিন ধরে নিজের বাড়ি থেকে বের হননি।
৩ দিন ধরে অরবিন্দ কেজরিওয়াল দিল্লীতে পার্টির অফিসে যাননি। একইসাথে উনি পার্টির লোকসভা প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রেও অংশ নিতে আসেননি। কপিল মিশ্র টুইট এর মাধ্যমে যে তথ্য দিয়েছেন সেটা পাঠকদের জন্য দেওয়া হলো। জানিয়ে দি, কপিল মিশ্র অনেকদিন আম আদমি পার্টিতে ছিলেন। এই কারণে পার্টির ভেতরে উনার অনেক সোর্স আছে। সেই সাথে এটাও সত্য যে কেজরিওয়াল তার পার্টির পার্থীদের জন্য মনোনয়ন জমা দিতে আসেননি।
It's Big news if true
चर्चा हैं कि तीन दिन पहले कुछ AAP MLAs ने केजरीवाल से हाथापाई की
घटना केजरीवाल के घर में ही घटी
इसीलिए तीन दिन से केजरीवाल घर से नहीं निकले ना किसी उम्मीदवार के नॉमिनेशन में गए
क्या ये सच हैं कि AAP MLAs ने ही केजरीवाल को पीट दिया ?
— Chowkidar Kapil Mishra (@KapilMishra_IND) April 23, 2019
ঘটনাকে কেন্দ্র করে কুমার বিশ্বাসও টুইট করেছেন। বিশ্বাস লিখেছেন, বিধায়ক হলো জনতার প্রতিনিধি। জনগণের আওয়াজ মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে দেওয়া বিধায়কের নৈতিক দায়িত্ব। কিন্তু সেটা মৌখিক বা লিখিতভাবে প্রকাশ করা উচিত। শারীরিক অভিব্যক্তি প্রকাশ করা ঠিক নয়। কেজরিওয়ালকে তার পার্টির বিধায়কেরা পিটিয়েছে এটা বোঝাতেই উনি এই টুইট করেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DtqF2O
Bengali News