প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ এপ্রিল বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন। তাঁর আগে ২৫ এপ্রিল উনি একটি রোড শো করবেন। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ এই তথ্য সার্বজনীন করেছেন।
অমিত শাহ বলেন, মনোনয়নের সময় বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, আকালি দলের নেতা সুখবির সিং বাদল, শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে সমেত আরও এনডিএ এর নেতারা উপস্থিত থাকবেন।
আপনাদের জানিয়ে রাখি, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে নির্বাচনে লড়ে জিতেছিলেন। তাছাড়াও উনি গুজরাটের ভডোডরা থেকেও নির্বাচনে লড়েছিলেন, আর সেখানে তিনি রেকর্ড ভোটে জয় হাসিল করেছিলেন। পরে তিনি বারাণসী আসনটাই ধরে রেখেছিলেন। ২০১৪ সালে বারাণসী থেকে আম আদমি পার্টির সংস্থাপক অরবিন্দ কেজরিবাল নির্বাচনে লড়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদীর কাছে অনেক ভোটে হেরে যান তিনি।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উড়িষ্যার পুরিন থেকে নির্বাচনে লড়াই করার গুঞ্জন উঠছিল। কিন্তু পরে সেই আসনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রাকে দাঁড় করানো হয়।
সমাজবাদী পার্তি বারাণসী থেকে তাঁদের প্রার্থী শালিনী যাদবকে টিকিট দিয়েছে, আর সেখানে সপা-বসপা জোট করে লড়ছে বিজেপির বিরুদ্ধে। ২০১৭ সালে শালিনী কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়েছিলেন, কিন্তু কয়েকমাস আগেই তিনি সমাজবাদী পার্টিতে যোগ দেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2PywwJb
Bengali News