আজকাল উত্তর প্রদেশে লোকসভা নির্বাচনের প্রচারে বজরং বলির চর্চা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বজরং বলির বয়ান নিয়ে সমাজবাদী পার্টির নেতা আজম খান মন্তব্য করেন। আজম খান বলেন, ‘ আলী আর বজরং বলির মধ্যে ঝগড়া করিও না। বরঞ্চ আমিই এক নাম দিয়ে দিয়… বজরংআলী। এবার বজরং আর আলী এক হয়ে গেলো।”
বজরং বলির এই লড়াইয়ে এবার বিজেপির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও নেমেছেন। গিরিরাজ সিং ট্যুইট করে লেখেন, ‘ বেগুসরাইয়ের নির্বাচনের পর আমি আজম খানকে তাঁর এলাকায় গিয়ে বোঝাব বজরং বলি কে ছিলেন।”
গিরিরাজ সিং ট্যুইট করে লেখেন, ‘আজম খান প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপশব্দ বলেছিলেন। এবার আমাদের ভগবান বজং বলিকে নিয়ে অপশব্দ বললেন। আজম খান, বেগুসরাইয়ের নির্বাচন শেষ হোক, তারপর আমি রামপুরে গিয়ে বোঝাব বজরং বলি কে ছিলেন।”
আপনাদের জানিয়ে রাখি, দিক কয়েক আগে মায়াবতী মুসলিমদের কাছে সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টির জোটকে ভোট দেওয়ার আবেদন করেছিলেন। আর সেই আবেদনের পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লোকসভা নির্বাচনের তুলনা আলী আর বজরং বলির লড়াই বলেছিলেন। বিজেপির নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ সপা আর বসপা যদি আলীর উপর বিশ্বাস রাখে, তো আমাদের বিশ্বাসও বজরং বলির উপর অটুট আছে।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2XbwiKf
Bengali News