শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং দেশের অনেক যায়গা সিরিয়াল বোমা হামলায় কেঁপে উঠলো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, খ্রিস্টানদের পবিত্র ইস্টারের দিনে জঙ্গিরা চার্চকে নিশানা করে এই হামলা চালায়। এই হামলায় ১০০ এর বেশি মানুষের হতাহত হওয়ার আশঙ্কা আছে। স্থানীয় হাসপাতালের কর্মচারী অনুযায়ী, এখনো পর্যন্ত ১০০ এর বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।
An explosion reported at the premises of the St. Anthony's Church in Kochchikade Colombo #lka pic.twitter.com/3qlNBvV0Q0
— Aashik Nazardeen (@aashikchin) April 21, 2019
পুলিশ জানায়, এই হামলা কলম্বো পোর্টের Kochchikade Church এ হয়েছে। আরেকদিকে আরেকটি হামলা পুত্তলম স্ট্যান্ডের কাছে সোবেস্টিয়ান চার্চে হয়েছে। তাছাড়াও কলম্বোর শাংরি-লা হোটেলে আর কিংসবেরি হোটেলে হামলার খবর পাওয়া যাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Dp6rHs
Bengali News