-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মুসলিম প্রধান দেশে প্রথম হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপন করা হল, শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

- April 20, 2019

মুসলিম প্রধান দেশ ইউএই এর রাজধানী আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপন করা হল, ওই অনুষ্ঠানে হাজার হাজার হিন্দুরা অংশ নিয়েছিলেন। মন্দিরের নির্মাণ Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) করছে। সংস্থার আধ্যাত্মিক গুরু মহন্ত স্বামী মহারাজ মুখ্য পুজা স্থলে ভিত্তি স্থাপন করেন, এবং চার ঘণ্টা ওই অনুষ্ঠানের নেতৃত্ব দেন। এই অবসরে ইউএই এর ভারতীয় রাজদূত নবদিপ সুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সকলকে পড়ে শোনান।

সুরি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পড়ে বলেন, ‘ ১৩০ কোটি ভারতীয়র তরফ থেকে আমার প্রিয় বন্ধু আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান কে শুভকামনা জানান আমার সৌভাগ্য। এই মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর এটি সার্বভৌমিক মানবতা আর আধ্যাত্মিক এর প্রতীক হবে। এই মন্দির Vasudhaiva Kutumbakam এর বৈদিক মুল্যের প্রতীক।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাতে আরও লেখা ছিল, ‘ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৩৩ লাখ ভারতীয়দের জন্য এবং অন্যান্য সংস্কৃতি গুলোর জন্যও এই মন্দির অবশ্যই অনুপ্রেরণা হবে।” উল্লেখনীয় আবুধাবির সরকার এই মন্দির নির্মাণ করার মঞ্জুরি ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম আরব সফরের সময় দিয়েছিল।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2VhEXOe
Bengali News
 

Start typing and press Enter to search