গতকাল সকাল থেকে আইনজীবীদের একটি শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলছিল হাওড়া কর্পোরেশনের সামনে। কারণ ছিল, সকাল বেলায় কিছু তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতী আইনজীবীদের উপর নির্মম হামলা চালায়। তৃণমূলের দুষ্কৃতীদের হামলায় দুজন গুরতর আহত হন। আহতদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় হাওড়া হাস্পতালে ভর্তি হয়, তাছাড়াও আরও ৪ থেকে ৫ জন আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়।
তারপর বিকেল বেলায় আচমকাই তৃণমূলের সন্ত্রাস বাহিনী দলের ঝাণ্ডা ও পোস্টার নিয়ে হাওড়া কোর্ট (howrah court) চত্বরে ঢুকে পড়ে বলে অভিযোগ। এবং তাঁদের নির্দেশে পুলিশ আদালত চত্বরে ঢুকে আইনজীবীদের উপর নির্মম ভাবে হামলা চালায় বলে অভিযোগ। বাদ যায়নি মহিলা আইনজীবীরাও! পুলিশের মারে আহত হয়েছে হাওড়া কোর্টের মহিলা আইনজীবীরাও।
এমনকি আইনজীবীদের উপরে লাঠি চার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাসও ব্যাবহার করা হয়। পুলিশের তরফ থেকে পাথর ছোঁড়ারও অভিযোগ ওঠে! পুলিশের এই অমানবিক অত্যাচারে কমপক্ষে ৩৫ জন আইনজীবী আহত হয়েছে, তাঁদের মধ্যে ১০ জন গুরুতর আহত হন বলে জানা যায়।
আইনজীবীদের উপর পুলিশের এই নির্মম অত্যাচারের প্রতিবাদে আজ কর্মবিরতি পালন করছে রাজ্যের আইনজীবীরা। ব্যাঙ্কশাল কোর্ট, জাজেশ কোর্ট, আলিপুর কোর্টের আইনজীবীরাও এই কর্মবিরতিতে যোগ দিয়েছেন। কর্মবিরতি পালিত হচ্ছে বর্ধমান ও আরামবাগ আদালতেও।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GuK8ko
Bengali News