বিহারের দারভাঙ্গা নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ বিরোধীরা বলছে সন্ত্রাসবাদ কোন ইস্যু না। কিন্তু আমাদের আশেপাশেই জঙ্গি ফ্যাক্টরি চলছে। যেই সন্ত্রাসবাদ শ্রীলঙ্কায় ৩৫০ এর উপরে মানুষকে হত্যা করেছে, সেটা কোন ইস্যু না? আমাদের পাশেই সন্ত্রাসবাদের ফ্যাক্টরি চলছে, আর মহামিলাবটেরা বলছে সন্ত্রাসবাদ কোন ইস্যুই না!”
উনি বলেন, মহামিলাবট করাদের কাছে দেশের সুরক্ষা কোন ইস্যু না। কিন্তু আমি বলতে চাই, এটা নতুন ভারত। এই ভারত ঘরে ঢুকে মারবে। উনি বলেন, তৃতীয় দফার নির্বাচনের পর, যেই মহামিলাবট চেঁচিয়ে চেঁচিয়ে এয়ার স্ট্রাইকের প্রমাণ চাইছিল। তাঁরা হঠাৎ উধাও হয়ে গেছে।
PM Modi in Darbhanga, Bihar: Some people have a problem with 'Bharat mata ki Jai' & 'Vande mataram', should such people lose their deposits or not? These are same people who complain when I talk about Bharat. They also say 'why is Modi talking about terrorism, it is not an issue' pic.twitter.com/132N7MY49L
— ANI (@ANI) April 25, 2019
উনি বলেন, যারা পাকিস্তানের পক্ষ নিত, তাঁরা এখন মোদী আর ইভিএম কে গালি দেওয়া শুরু করেছে। এরা জনতার সন্মান করা শেখেনি, তাই জনতা তৃতীয় দফাতেই এদের বুঝিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র্যালিতে উপস্থিত জনতাদের বলেন, ‘ যাদের ভারত মাতার জয় বলতে সমস্যা হয়, তাঁদের জামানত জব্দ হবে।”
প্রাক্তন ইউপিএ সরকারের উপর আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, গরীবদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ প্রাক্তন ইউপিএ সরকারও করতে পারত। কিন্তু তাঁরা সেটা বাদ দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যাস্ত ছিল। কেউ ফার্ম হাউস বানাচ্ছিল, তো কেই শপিং মল, কেউ রেলের টেন্ডার খাচ্ছিল, তো কেউ হেলিকপ্টারে দালালি খাচ্ছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IFPYTx
Bengali News