পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ৪২ টি তৃণমূল দখল করবে এমন বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উনার সেই স্বপ্নকে পূরণ করতে গুন্ডাবাহিনী তাদের ছাপ্পা কার্য চালাতেও নেমে পড়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না দেওয়ার যে সঙ্কল্প করেছে সেটাও তৃণমূলকে দারুনভাবে সহায়তা করছে। এখন ৪২ এ ৪২ লক্ষ, সেটা রায়গঞ্জে হিন্দুদের ভোট প্রদানে বাধা দিয়ে হোক বা পঞ্চায়েত নির্বাচনের মতো মানুষ খুন, সাংবাদিক পিটিয়ে হোক।
প্রথম দফা এবং দ্বিতীয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই নির্বাচনেই গুন্ডাবাহিনী ব্যাপক ছাপ্পা ও হিংসা চালিয়েছে। এরমধ্যেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আরো একবার ৪২ এ ৪২ এই জন্য ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ৪২ এ ৪২ টি আসন জয় করে দিল্লী কাঁপাবেন বলে জানিয়েছেন মমতা ব্যানার্জী। বিজেপি সমর্থকরা মমতা ব্যানার্জীর মন্তব্যকে কেন্দ্র করে কটাক্ষ করতেও শুরু করে দিয়েছে।
বিজেপি সমর্থকদের মতে,”আমরা(BJP) চাই ইসলামাবাদ কাঁপাতে, বেজিং কাঁপাতে আর মুখ্যমন্ত্রী মমতা চান দিল্লী কাঁপাতে। এখান থেকেই পার্থক্য স্পষ্ট।” জানিয়ে দি, তৃণমূল কংগ্রেস আশাবাদী যে উত্তরপ্রদেশে এবার বিজেপির আসন অনেক কমে যাবে যার ফলস্বরূপ জোট সরকার দিল্লীতে আসবে। আর এই জোটের নেতৃত্ব দেবে মমতা ব্যানার্জীর TMC তথা তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জী তার ভাষণে বলেছেন- কি করে দিল্লী কাঁপাতে হয় আমরা জানি, এবার কোনো চিন্তা নেই বিজেপি সরকার গড়তে পারবে না।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GprWbX
Bengali News