-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সকাল সকাল সেনার এনকাউন্টারে খতম এক জঙ্গি, এখনো চলছে তল্লাশি অভিযান

- April 19, 2019

জম্মু কাশ্মীরের বারামুলা জেলার সাপোরে শনিবার সকালে সেনা আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেনার এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি। আরেক জঙ্গিকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

সূত্র অনুযায়ী, শনিবার সেনা সাপোরের বাটরগামে পেট্রোলিং করছিল, তখন লুকিয়ে থাকা জঙ্গিরা আচমকা সেনার উপর ফায়ারিং শুরু করে দেয়। সেনার পাল্টা গুলিতে খতম হয় এক জঙ্গি। এখনো পর্যন্ত ওই মৃত জঙ্গিকে সনাক্ত করা যায়নি। মৃত জঙ্গির কাছ থেকে একটি পিস্তল আর গ্রেনেড উদ্ধার করা হয়েছে,

আপনাদের জানিয়ে রাখি, এর আগে ১৩ই এপ্রিল শোপিয়ানে দুই জঙ্গিকে খতম করেছিল সেনা। গহন্ড এলাকায় সেনার এনকাউন্টারে খতম হয়েহছিল ওই দুই জঙ্গি। তাঁর আগে ৬ই এপ্রিল শোপিয়ানের ইমাম সাহেব এলাকায় সেনা দুই জঙ্গিকে খতম করেছিল।

এই বছরের জানুয়ারি মাস থেকে সেনা জওয়ানেরা জম্মু কাশ্মীরে অপারেশন অলআউট জারি রেখেছে। এবছরের মার্চ মাস পর্যন্ত ৬০ এর বেশি জঙ্গিকে খতম করা হয়েছে। খতম জঙ্গিদের মধ্যে সবথেকে বেশি জইশ-এ-মোহম্মদ এর জঙ্গি ছিল বলে জানা যায়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UN1KC4
Bengali News
 

Start typing and press Enter to search