একদিকে জোট বেঁধে নরেন্দ্র মোদীকে হারানোর কথা বলছে পশু খাদ্য কেলেঙ্কারিতে সাজা প্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। আরেকিদকে ওনার দল ছেড়ে রোজই কেউ না কেউ যোগ দিচ্ছেন বিজেপিতে।
লালু প্রসাদ যাদবের পার্টি রাষ্ট্রীয় জনতা দল লোকসভা নির্বাচনের আগে বড়সড় ঝটকা খেলো। ঝাড়খণ্ডের আরজেডি সভাপতি অন্নপূর্ণা দেবী সোমবার দিল্লীতে গিয়ে বিজেপিতে যোগ দেন। অন্নপূর্ণা দেবী লালু প্রসাদ যাদবের বিশ্বস্ত নেত্রী ছিলেন, আর এই জন্যই লালু প্রসাদ যাদব ওনাকে ঝাড়খণ্ড আরজেডি এর সভাপতি বানান। এর আগে উনি ঝাড়খণ্ডের কোডরমা বিধানসভা এলাকার বিধায়ক ছিলেন।
অন্নপূর্ণা দেবীর স্বামী রমেশ যাদব অবিভক্ত বিহারে লালু যাদবের সাথে মন্ত্রীত্ব সামলে ছিলেন। অন্নপূর্ণা দেবীর সাথে আরজেডির প্রাক্তন বিধায়ক জনার্দন পাসওয়ান ও বিজেপির সদস্যতা গ্রহণ করেন। শোনা যাচ্ছে যে অন্নপূর্ণা দেবীকে কোডরমা অথবা চতরা লোকসভা আসন থেকে টিকিট দেওয়া হতে পারে। বিজেপি এই আসন গুলোতে এখনো প্রার্থী ঘোষণা করেনি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2JCxdSo
Bengali News