লালু প্রসাদ যাদবের পার্টি রাষ্ট্রীয় জনতা দল লোকসভা নির্বাচনের আগে বড়সড় ঝটকা খেলো। ঝাড়খণ্ডের আরজেডি সভাপতি অন্নপূর্ণা দেবী সোমবার দিল্লীতে গিয়ে বিজেপিতে যোগ দেন। অন্নপূর্ণা দেবী লালু প্রসাদ যাদবের বিশ্বস্ত নেত্রী ছিলেন, আর এই জন্যই লালু প্রসাদ যাদব ওনাকে ঝাড়খণ্ড আরজেডি এর সভাপতি বানান। এর আগে উনি ঝাড়খণ্ডের কোডরমা বিধানসভা এলাকার বিধায়ক ছিলেন।
অন্নপূর্ণা দেবীর স্বামী রমেশ যাদব অবিভক্ত বিহারে লালু যাদবের সাথে মন্ত্রীত্ব সামলে ছিলেন। অন্নপূর্ণা দেবীর সাথে আরজেডির প্রাক্তন বিধায়ক জনার্দন পাসওয়ান ও বিজেপির সদস্যতা গ্রহণ করেন। শোনা যাচ্ছে যে অন্নপূর্ণা দেবীকে কোডরমা অথবা চতরা লোকসভা আসন থেকে টিকিট দেওয়া হতে পারে। বিজেপি এই আসন গুলোতে এখনো প্রার্থী ঘোষণা করেনি।
Deepa Malik, Paralympian on joining BJP: The work that PM Modi has done for women empowerment and his thoughts towards women, is evident. He has put women in leading portfolios, he has also worked extensively for the 'divyangs'. pic.twitter.com/veQwVBarST
— ANI (@ANI) March 25, 2019
তাছাড়া আজ প্যারা অলিম্পিয়ান দিপা মালিক ও বিজেপিতে যোগ দিলেন। একটি অনুষ্ঠানে দিপা মালিক বিজেপির সদস্যতা গ্রহণ করেন। হরিয়ানার বিজেপি পর্যবেক্ষক এবং বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব অনিল জৈন আর বিজেপি হরিয়ানার রাজ্য সভাপতি সুভাষ বরালার উপস্থিতিতে দিপা মালিক দলে যোগ দেন। তাছাড়াও সোমবার আইএনএলডি বিধায়ক কেহর সিং ও বিজেপিতে যোগ দেন।
আপনাদের জানিয়ে রাখি দিপা মালিক প্যারা অলিম্পিকের বিখ্যাত খেলোয়াড়। উনি শটপুটে রুপার পদক জিতেছিলেন। ওনার খেলার প্রতিভাকে সন্মান দিয়ে সরকার ওনাকে অর্জুন পুরস্কার দিয়ে সন্মানিত করেছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Fux0uY
Bengali News