জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে জঙ্গি হামলার পর গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরেছে। কৃষক থেকে ব্যাবসায়ি সবাই নিজের মত করে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। আর সেই ক্রমেই এবার উত্তর প্রদেশের সীতাপুরের ব্যাবসায়িরা পাকিস্তান মুসুরির ডাল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
উত্তর প্রদেশের সীতাপুরে ব্যাপক পরিমাণে মুসুর ডাল চাষ হয়, আর সেটা পাঞ্জাব হয়ে পাকিস্তান যায়। এমনকি বাংলাদেশেও পাঠানো হয় সীতাপুরের মুসুরির ডাল। এর আগে মোদী সরকার পাকিস্তানে জল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এর অনুসারে ভারতের তিনটি নদীর জল পাকিস্তানে পাঠানোর যায়গায় এবার যমুনা নদীতে ছাড়া হবে।
এয়ার ফোর্সের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তানের হেফাজত থেকে ভারতে আনা হয়েছে। আর ওনার স্বাগত জানানোর জন্য হাজার হাজার মানুষ গতকাল ওয়াঘা বর্ডারে তেরঙ্গা হাতে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, গোটা দেশে কাল তেরঙ্গা হাতে উৎসব পালন করা হয়েছে অভিনন্দনের রেহাই এর পর।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2tLTYIz
Bengali News