সময়ের আগেই মুক্তি পেতে চলেছে নরেন্দ্র মোদীর বায়োপিক। আর গতকাল সেই ছবির ট্রেলারমুক্তি পেলো। এই সিনেমায় নরেন্দ্র মোদীর ছোট বেলা থেকে এখনো পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি ঘটনাকেই নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে। ওনার চা বেচার কাহিনী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত।
এমনকি ইন্দিরা গান্ধীর আমলে দেশে এমারজেন্সি ঘোষণা করার পর কি কি ঘটেছিল সেটা নিয়েও অনেক কিছু দেখানো হয়েছে এই সিনেমায়। এই সিনেমায় পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া শুরু করে, জম্মু কাশ্মীরে ভারতীয় পতাকা উত্তলন পর্যন্ত প্রতিটি কাহিনীকেই তুলে ধরা হয়েছে।
তছারাও প্রধানমন্ত্রী হওয়ার পর বিরোধীরা ওনাকে কিভাবে আক্রমণ করেছে এবং ওনার বিরুদ্ধে চলা সমস্ত ষড়যন্ত্র তুলে ধরা হয়েছে রুপালি পর্দায়। সিনেমার একটি দৃশ্যে নরেন্দ্র মোদীকে ( বিবেক ওবেরয় ) কে বলতে শোনা যাচ্ছে, ‘এবার দেশ সন্ত্রাসবাদের কাছে হার মানবে না। সন্ত্রাসবাদ দেশের কাছে হার মানবে।”
আগামী ৫ই এপ্রিল মুক্তি পেতে চলেছে নরেন্দ্র মোদীর এই বায়োপিক। ট্রেলার মুক্তি পাওয়ার পর ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আগুনের মত ছড়িয়ে পড়ছে নরেন্দ্র মোদীর বায়োপিক। আপনিও দেখে নিন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2ujKzrZ
Bengali News