ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি গোটা বিশ্বে নজীর সৃষ্টি করেছে। এখানে আলাদা আলাদা ধর্মের মানুষ একে অপরের সাথে মিলে মিশে থেকে দেশের সংস্কৃতি পালন করে। তাই ভারতের ব্যাপারে সবাই বলে, এখানে বৈচিত্রের সম্মিলন দেখতে পাওয়া যায়।
আসামের রঙমহল গ্রাম দেশের এই বৈচিত্রকেই দেখায়। এখানে ৫০০ বছর ধরে এক মুসলিম পরিবার ভগবান শিবের মন্দিরের দেখাশোনা করে আসছে। আসামের রাজধানী গুয়াহাটির কাছে এই মন্দিরে কয়েক দশক ধরে হিন্দু আর মুসলিমরা একসাথে শিব মন্দিরে প্রার্থনা করতে আসে।
Assam: A Muslim family looks after a Shiva temple for last 500-year in Rangamahal village, Guwahati. The caretaker Matibar Rehman says,' It's a 500-year-old temple, our family looks after the temple. People from both the religions- Hindu and Muslim- come here to offer prayers.' pic.twitter.com/6HZTGtPhAy
— ANI (@ANI) March 2, 2019
কয়েক বংশ ধরে এই মন্দিরের দেখাশোনা করা মতিবর রহমান বলেন, ‘এই মন্দির ৫০০ বছরের ও বেশি পুরানো। আমাদের বংশ এই মন্দিরের দেখাশোনা করে। এখানে হিন্দু, মুসলিম সবাই আসে ভগবান শিবের কাছে প্রার্থনা করার জন্য।”
ভারতে এটাই একমাত্র অনন্য উদাহরণ না, অমরনাথের মন্দিরেও মুসলিমদের অনেক প্রভাব আছে। শোনা যায় অমরনাথ গুহাকে সর্বপ্রথম এক মুসলিম ব্যাক্তিই খুঁজে বের করেছিলেন। অমরনাথ এমন একটা তীর্থস্থল, যেখানে ফুল মালা বিক্রি করে মুসলিমরা।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2IMP4pi
Bengali News