মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার কিছুদিন আগে বেকার যুবকদের পশু তাড়ানর ট্রেনিং দেওয়ার জন্য ফর্ম বের করেছিল। আর এরপর মধ্যপ্রদেশ সরকার এবার নতুন প্রকল্প শুরু করতে চলেছে। আর সেটার ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী কমলনাথ করেছেন।
কমলনাথ বলেন, তিনি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা তে একটি বিশেষ স্কুল খুলতে চলেছেন। ওনার সরকার এই নতুন স্কুল খুলে যুবকদের নাচ আর গানের ট্রেনিং দেবে! মুখ্যমন্ত্রী বলেন, গোটা দেশে বিয়ে বাড়িতে নাচ আর গানের লোক যেন মধ্যপ্রদেশ থেকেই যায়।
Madhya Pradesh CM Kamal Nath: I am putting efforts for a music band training school in Chhindwara. I wish that the band groups which perform at wedding functions across the country should be from the state of Madhya Pradesh. pic.twitter.com/XMgRYhSFaX
— ANI (@ANI) March 9, 2019
ছিন্দওয়ারা মধ্যপ্রদেশের একটি জেলা, আর কমলনাথ সেখান থেকে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন। শুধু কমলনাথই না, নির্বাচনের আগে রাহুল গান্ধী দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে যুবকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
উনি দেশের বিভিন্ন যায়গায় মোবাইল ফ্যাক্টরি, আলু ফ্যাক্টরি গড়ে তোলার কথা বলছেন। ক্ষমতায় এসে কংগ্রেস সরকার দেশের যুবকদের চাকরি দেওয়ার কথা বলছে। যেমন মধ্যপ্রদেশের কৃষকদের ঋণ মুকুব করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তেমন ভাবেই বেকারদের ও মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। আর ক্ষমতায় এসে যুবকদের পশু তাড়ানো আর নর্তকি বানানোর পরিকল্পনা নিচ্ছে!
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HpCxFL
Bengali News