আজ ঘোষণা হল ২০১৯ এর লোকসভা নির্বাচনের দিন ও তারিখ। মোট সাত দফায় ভোট হবে। আর প্রতি দফায় ভোট হবে এরাজ্যে। ১১ই এপ্রিল প্রথম দফায় রাজ্যের ২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ১৮ই এপ্রিল রাজ্যে ৩টি আসনে ভোট হবে। তৃতীয় দফা ২৩ এপ্রিল রাজ্যের ৫টি আসনে ভোট। ২৯ এপ্রিল চতুর্থ দফায় ৫ টি আসনে ভোট।
৬ মে পঞ্চম দফায় রাজ্যের ৭টি আসনে ভোট। ১২ই মে ষষ্ঠ দফায় রাজ্যের রাজ্যের ৩টি আসনে ভোট। ১৯মে সপ্তম এবং শেষ দফায় রাজ্যের ৯টি আসনে ভোট হবে।
বিস্তারিত আসছে…
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2SX2qPo
Bengali News