উত্তর প্রদেশের সম্ভল থেকে লোকসভা নির্বাচনে সপা-বসপার জোট প্রার্থী প্রাক্তন সাংসদ ডঃ শফিক উর রহমান ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত বয়ান দিলেন। উনি রাষ্ট্রীয় সঙ্গীত বন্দেমাতরম এর বিরোধিতা করেন। উনি বলেন, এই গান অইসলামিক!
প্রাক্তন সাংসদ বলেন, ‘আমি আজও বন্দেমাতরম এর বিরোধিতা করছি। আর এটাও পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে, রাষ্ট্রীয় সঙ্গীত বন্দেমাতরম অইসলামিক আর আমি এটার সম্পূর্ণ বিরোধিতা করছি।
আপনাদের জানিয়ে রাখি, ইউপিএ-২ এর সময় সংসদ বয়কট করেছিলে রাষ্ট্রীয় সঙ্গীত বন্দেমাতরম এর বিরোধিতা করে। আর তারপর থেকেই এই সাংসদ সবার নিশানায় চলে এসেছিলেন। আর ওনার বিরোধিতাও করেছিল রাষ্ট্রবাদী সংগঠন গুলো।
বুধবার ডঃ শফিক উর রহমান মুরাদাবাদের সপা পার্টি অফিসে জান। সেখানে তিনি কর্মীদের সম্বোধিত করার সময় কেন্দ্রের বিজেপি সরকারকে শত্রু পার্টি বলে সম্বোধন করেন। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে, ‘আপনি তো বন্দেমাতরমে বিশ্বাস করেন না, তাহলে কেন জাতীয় রাজনীতিতে আসছেন?” উনি তখন এই প্রশ্ন এড়িয়ে গিয়ে বলন, ‘আমি সপা-বসপার নীতি নিয়ে জনতার কাছে ভোট চাইব।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UJLzRO
Bengali News