প্রিয়াঙ্কা ভাদ্রা এখন উত্তরপ্রদেশে ঘুরে ঘুরে প্রচারে নেমেছে। প্রিয়াঙ্কা ভাদ্রার সভাতে লোকজন হচ্ছে না ঠিকই কিন্তু দালাল মিডিয়া প্রিয়াঙ্কাকে গঙ্গা কন্যা বলে প্রচার করতে মাঠে নেমে পড়েছে। টাকা খেয়ে খবর পরিবেশন করা দালাল মিডিয়ার ক্যামারার লেন্স এখন প্রিয়াঙ্কা ভাদ্রার দিকে ঘুরে গেছে। প্রিয়াঙ্কা ভাদ্রার কাছে বলার মতো তেমন কিছু ইস্যু নেই তাও মিডিয়া প্রিয়াঙ্কার প্রচার করতে ব্যাস্ত। প্রিয়াঙ্কা ভাদ্রা এখন প্রিয়াঙ্কা ভাদ্রা উত্তরপ্রদেশে ২ টি বড় বড় মন্তব্য করেছে যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
প্রিয়াঙ্কা ভাদ্রা বলেছেন, আমি তো ঘরে বিশ্রামে ছিলাম কিন্তু দেখলাম দেশ বিপদে আছে তাই দেশ বাঁচাতে মাঠে নেমেছি। শুধু এই নয় প্রিয়াঙ্কা ভাদ্রার আরো এক মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। প্রিয়াঙ্কা ভাদ্রা বলেছেন আমি আর আমার ভাই রাহুল কারোর মধ্যে ক্ষমতায় লোভ নেই, আমরা শুধু দেশকে বাঁচাতে বেরিয়েছি।
অবশ্য ২৬/১১ হামলার সময় প্রিয়াঙ্কা ভাদ্রা দেশ বাঁচাতে আসেনি। দেশে যখন একের পর এক দুর্নীতি হচ্ছিল তখন প্রিয়াঙ্কা ভাদ্রা দেশ বাঁচাতে বেরোননি তখন ঘরে বসে আরাম করছিলেন আর এখন দেশে যখন দুর্নীতি সাফাই অভিযান শুরু হয়েছে তখন উনি দেশ বাঁচাতে নেমেছেন।
#LokSabhaElections2019 | ‘Neither Rahul nor I interested in power,’ says @priyankagandhi https://t.co/UkH7uZRWbd
— Hindustan Times (@htTweets) March 18, 2019
আসলে দেশ নয়, প্রিয়াঙ্কা ভাদ্রার স্বামী রবার্ট ভাদ্রার স্বামী বিপদে আছে। রবার্ট ভাদ্রার দুর্নীতির পোল খুলে গেছে যারপর CBI তদন্ত করছে। তাই প্রিয়াঙ্কা ভাদ্রা তার স্বামীকে বাঁচাতে নেমেছে এবং দেশ বাঁচানোর বাহানা করছে। তবে দেশবাসীও সব বুঝতে পারে এই কারণে প্রিয়াঙ্কা ভাদ্রার সামনের মোদী মোদী শ্লোগান তুলছে যুবকরা।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2CpLGLq
Bengali News