নির্বাচন কমিশন লোকসভা ২০১৯ এর জন্য ঘোষণা করে দিয়েছে। এবারের লোকসভা নির্বাচন মোট ৭ দফায় হবে। প্রথম চরণ ১১ ই এপ্রিল থেকে শুরু হবে। নির্বাচনের ফলাফল ২৩ শে মে বেরিয়ে আসবে। নির্বাচন কমিশন দেশে তারিখ ঘোষণার সাথে সাথে নির্বাচনী আইনবিধি লাগু করে দেওয়া হয়ছে।
নির্বাচনী আইনবিধি লাগু হতেই দেশের সুরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন নিজের বিশেষ বিমানের সুবিধা ত্যাগ করে দিয়েছেন। সম্প্রতি উনি দিল্লী আসার জন্য বিশেষ বিমানের সুবিধা ছেড়ে সাধারন ফ্লাইট ধরে ছিলেন। প্রাপ্ত খবর অনুযায়ী উনি একটা অনুষ্ঠান সম্বোধিত করতে চেন্নাই গেছিলেন। কিন্তু ফেরার সময় নির্বাচনী আইনবিধি লাগু হওয়ায় উনি বিশেষ বিমানের সুবিধা ছেড়ে সাধারণ ফ্লাইট ধরে নেন।
জানিয়ে দি, নির্বাচনী আইনবিধি কোনো সাধারণ মানুষ বা সাধারণ সমর্থকদের জন্য লাগু হয় না। এটা শুধুমাত্র রাজনৈতিক পার্টি ও পার্টির প্রার্থীদের জন্য লাগু হয়। নির্বাচন কমিশনের দ্বারা যে নির্দেশ জারি করা হয় তা সমস্থ পার্টিকে মেনে চলতে হয়। এই আইনবিধি না মানলে কমিশন পার্টির বিরুদ্ধে ব্যবস্থা করতে পারে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2VPmmpc
Bengali News