কংগ্রেসের বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছে দক্ষিণ কলকাতার দাপুটে নেতা রাকেশ সিং। সোমবার নয়া দিল্লীতে বিজেপির অফিসে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখেবেন তিনি। জানিয়ে রাখি, ইনি কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর চৌধুরীর চরম ঘনিষ্ঠ।
দীর্ঘ ১৭ বছর ধরে কংগ্রেসের সাথে যুক্ত এই নেতার কাছে বিজেপিতে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে উনি বলেন, ‘এতবছর ধরে কংগ্রেস করছি। কিন্তু কংগ্রেস আমার বিপদে কোনদিনও আমার পাশে দাঁড়ায় নি। রাজ্য সরকারের মিথ্যে মামলা গুলোতে কংগ্রেসের বরিষ্ঠ নেতা মনু সিংভি আমার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে তৃণমূলের হয়ে লড়েছিল। রাম জেঠমালানি আমার পক্ষে সওয়াল করায় আজ আমি জেলের বাইরে। ”
২০১৬ সালে বাম-কংরেস জোটে বর্তমান কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোলকাতা পোর্টে দাঁড়িয়েছিলেন তিনি। রাজ্য কংগ্রেসের সমস্ত রকম কার্যকলাপে উনি যুক্ত থাকতেন। এমনকি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার” সিনেমার প্রদর্শনীর সময় কংগ্রেসের কর্মীদের নিয়ে উনি সিনেমা হলে বিক্ষোভ দেখান।
আজ বিজেপির অফিসে রাজ্য কংগ্রেস নেতা রাকেশ সিং এর সাথে দক্ষিণ কলকাতার ৩৫ জন নেতা কর্মী বিজেপিতে নাম লেখাতে চলেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2XPqiIt
Bengali News