গুজরাট কংগ্রেসের ভাঙন অব্যাহত। নির্বাচনের পর থেকেই অস্থিরতা চলেছে গুজরাট কংগ্রেসের। একের পর এক বিধায়ক দল ছেড়ে নাম লেখাচ্ছে বিজেপিতে। দুদিন আগেই গুজরাট কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দেন। তাঁদের মধ্যে জহর চাবড়া নামের গুজরাট কংগ্রেসের বিধায়ক দল ছেড়ে যোগ দেন বিজেপিতে।
এবং বিধায়ক পুরুষোত্তম সাম্বারিয়া এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেননি। তবে উনিও শীঘ্রই বিজেপিতে যোগদান করতে পারে বলে খবর। এর দিন ১৫ আগে গুজরাট কংগ্রেসের এক মহিলা বিধায়ক দল ছেড়ে নাম লিখিয়েছিলে বিজেপিতে। তিনি দলের বিরুদ্ধে জাত-পাত এবং ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে কংগ্রেসের হাত ছেড়ে দেন।
আজ গুজরাট কংগ্রেসের আরেক বিধায়ক দল থেকে ইস্তফা দিলেন। যদিও উনি এখনো কোন দলে নাম লেখাবে কিনা জানান নি। গুজরাট জামনগর বিধানসভার বিধায়ক বল্লভ ধারাভিয়া আজ গুজরাট বিধানসভা স্পীকারের হাতে নিজের পদত্যাগ পত্র তুলে দেন।
Congress MLA from Jamnagar Rural, Vallabh Dharaviya (in white shirt) resigns as MLA, hands over resignation to Speaker of Gujarat Assembly, Rajendra Trivedi. pic.twitter.com/preOUfmuRA
— ANI (@ANI) March 11, 2019
মাস খানেক আগে আমরা একটা রিপোর্টে জানিয়েছিলাম যে, গুজরাট কংগ্রেসের কমপক্ষে ১০ জন বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে। এখনো পর্যন্ত চারজন বিধায়ক দল ছেড়েছেন, এখনো লাইনে আছে আরও অনেকে।
এমনকি এও শোনা যাচ্ছিল যে, গুজরাটে পাটিদার আন্দোলনের নেতা অল্পেশ ঠাকুর কংগ্রেসের আচরনে ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন। তবে উনি এটা কবে করছেন বলা যাচ্ছে না। আর ওনাকে ছাড়াও কংগ্রেসের এখনো সাত-আট বিধায়ক বিজেপির সাথে যোগাযোগ রাখছে।
শোনা যাচ্ছে পাটিদার আন্দোলনের আরেক নেতা হার্দিক প্যাটেল কংগ্রেসে যোগদান করতে পারেন। কিন্তু ডুবন্ত নৌকাকে বাঁচাতে পারবেন পাটিদার নেতা হারদিক প্যাটেল?
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2NXLtmW
Bengali News