-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মুখে শান্তির বানী দিয়ে কাশ্মীরে পাঁচ বছরের বাচ্চা আর নয় মাসের শিশুকে হত্যা করল পাকিস্তানের সেনা!

- March 01, 2019

ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবার ওয়াঘা বর্ডার দিয়ে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। কিন্তু অভিনন্দনকে ছেড়ে একদিকে যখন শান্তির বার্তা দিচ্ছে পাকিস্তান। তখনই আরেকদিকে কাশ্মীরের পুঞ্ছ সেক্টরে ভারতের এলাকা গুলো লক্ষ্য করে চরম গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা!

শুক্রবার পাকিস্তানের এই চরম গুলি বর্ষণের পর একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। তিনজনের মধ্যে একটি নয় মাসের ফুটফুটে শিশুও ছিল। পাকিস্তানের এই লাগাতার গুলি বর্ষণে আর দুজন নিরীহ নাগরিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানি সেনা প্রথমে জনবসতি এবং ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে চরম গুলি বর্ষণ করে। পরে মর্টার দেগে আম জনতাকে নিশানা বানায়। যদিও পাকিস্তানের হামলার পর ভারতের সেনাও তাঁদের মোক্ষম জবাব দিয়েছে। 

আধিকারিক সূত্র অনুযায়ী, পাকিস্তানের ফায়ারিং এ মৃতরা হল, রুবানা কৌসর (২৪) ওনার পুত্র ফজান (৫) আর ওনার ৯ মাসের কন্যা শবনম এর হয়েছে। আর রুবানার স্বামী মহম্মদ ইউনিস এবং অন্য একজন ব্যাক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

এর আগে পুঞ্ছ জেলার মনকোট এলাকায় পাকিস্তানের সেনার গুলিতে নসীম আখতার নামের এক মহিলা গুরুতর আহত হন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2NCa94l
Bengali News
 

Start typing and press Enter to search