ব্যাংকক থেকে ২ কেজি সোনা নিয়ে ফিরতে গিয়ে কলকাতার এয়ারপোর্টে কাস্টমসের কাছে ধরা পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জীর বউ! এমন খবরে এখন রাজ্যের সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েগেছে। MYNATION থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ২ কেজি সোনা নিয়ে ফেরার সময় কাস্টমস দ্বারা আটকে পড়েন। সেখানেই অভিষেক ব্যানার্জীর বউয়ের কাছে থাকা ২ কেজি সোনা বাজেয়াপ্ত করে নেওয়া হয়।
This sketchy item appeared in a Kolkata paper on Sunday. Apparently there was an incident that resulted in a face off between the local police and the customs. It would be worth the while of our “investigative” reporters to find out more. Is there a political angle? pic.twitter.com/T5MEZbrKdw
— Swapan Dasgupta (@swapan55) March 18, 2019
এরপর অভিষেকের স্ত্রী তার স্বামীকে ফোন করে জানাই এবং অভিষেক ব্যানার্জী পুলিশকে সাথে নিয়ে এয়ারপোর্টে হাজির হয় বলে সূত্রের খবর। আরো বলা হচ্ছে যেপুলিশ এয়াপোর্টের কাস্টমসের সাথে বোঝা বুঝি করে তাকে ছাড়িয়ে আনে। কিছুজনের দাবি পুলিশ ও এয়াপোর্টের কাস্টমসের সাথে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।
Woman caught with a Thai Passport carrying more than 2 KILOs of Gold – when everyone knows she is voter of South KOL • No prize for guessing who the Lady of the Young Powerful Politician IS !! We shall ensure a thorough enquiry is done on this !! pic.twitter.com/N40WwXFgVl
— Chowkidar Babul Supriyo (@SuPriyoBabul) March 18, 2019
MY NATIONA এর দাবি যে তারা অভিষেক ব্যানার্জীর সাথে এই ইস্যুতে কথা বলতে চাইলে কোনো উত্তর আসেনি। বিজেপির রাজ্যসভা এমপি স্বপন দাশগুপ্ত, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এই ইস্যুতে মুখ খুলেছেন এবং তদন্তের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কিছুজন দাবি করেছেন যে অভিষেক ব্যানার্জীর স্ত্রী কোনো সাধারণজন নন, উনি মমতা ব্যানার্জীর বৌমা। তাই তদন্ত,জিজ্ঞাসাবাদ সবকিছু উনার জন্য মাফ।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TgrTDy
Bengali News