মাঝে মধ্যেই পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার আর তাঁদের জোর করিয়ে ধর্ম পরিবর্তন করার ঘটনা সামনে আসে। কিন্তু পাকিস্তানেও এমন এক যায়গা আছে, যেখানে এরকম কোন কিছুই হয়না। হিন্দু ধর্মাবলম্বি মানুষদের নিয়ে গড়া ওই গ্রামের নাম ‘মিঠি” এই গ্রাম পাকিস্তানের থারপারকর জেলায় অবস্থিত। লাহোর থেকে ৮৭৯ কিমি দূরে অবস্থিত পাকিস্তানের এই হিন্দু সংখ্যাগুরু গ্রাম।
করাচি থেকে প্রায় ২৭৮ কিমি দূরে থাকা এই গ্রাম ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ৩৪১ কিমি দূরে অবস্থিত। সুন্দর মরুভূমি এলাকায় তৈরি হয়েছে এই গ্রাম। ১৯৯০ সালে এই গ্রামকা থারপারকর জেলার সাথে যুক্ত করা হয়, তার আগে এটি অন্য জেলার অন্তর্ভুক্ত ছিল। পরে নতুন জেলা বানিয়ে সেই জেলার সাথে এই গ্রামকে যুক্ত করে দেওয়া হয়।
মিঠি পাকিস্তানের সেইসব গ্রামের মধ্যে একটি, যেই গ্রামে মুসলিমরা সংখ্যাগুরু না। এই গ্রামের ৮০ শতাংশ জনতা হিন্দু। পাকিস্তানের গঠনের পর থেকেই এখানে হিন্দু মুসলিমরা এক হয়ে থাকে। সমস্ত পাকিস্তানের মধ্যে এখানে অপরাধের সংখ্যা সবথেকে কম।
মিঠি গ্রাম তার নামের মতই মিষ্টি। এই গ্রামে আনুমানিক ৮০ শতাংশ হিন্দু বসবাস করে। এই গ্রামে মুসলিমরা হিন্দুদের সন্মানের খাতিরে গোহত্যা করেনা। আর হিন্দুরা মুসলিমদের সন্মান রাখার জন্য মহরমে বিয়ের অনুষ্ঠান রাখেনা। তাছাড়াও রমজান মাসে এখানে হিন্দুরা মুসলিমদের খুশিতেই ইফতার পার্টি দেয়। দুই সম্প্রদায় ঈদ আর দীপাবলিতে কে অপরের সাথে মিষ্টি আদান প্রদান করে। এই গ্রামে অপরাধের মাত্রা মাত্র ২ শতাংশ। আর এই গ্রামে এখনো পর্যন্ত ধর্ম নিয়ে কোন বিবাদ দেখা দেয়নি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DgR82S
Bengali News