গতকাল রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর তদন্তে অসহযোগিতা এবং তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ উঠেয়েছিল সিবিআই এর আইনজীবী। সেই মর্মে আজ সুপ্রিম কোর্ট রায় দিলো।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অভিযুক্ত পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই এর কাছে জেরার জন্য যেতে হবে। তবে সেটা কলকাতা না, এবার যেতে হবে শিলিংয়ে। এবং সিবিআই এর প্রশ্নের উত্তর ও দিতে হবে ওনাকে। মহামান্য আদালতের রায় অনুযায়ী ওনাকে তদন্তে সিবিআই এর সাথে সহযোগিতা করতে হবে।
রাজীব কুমারের উপর অভিযোগ ছিল যে উনি ২০১৩ সালে সারদার তদন্ত ভার হাতে নেওয়ার পর মিডল্যান্ড পার্কে সারদার একটি অফিসে হানা দিয়ে সেখান থেকে সারদা কাণ্ডের সাথে জড়িত বেশ কিছু তথ্য উনি বাজেয়াপ্ত করেছিলেন। কিন্তু সারদা তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার পর উনি সেই তথ্য গুলো সিবিআই এর হাতে তুলে দেননি।
আর সেই তথ্যের জন্য সিবিআই ওনাকে বারবার তলব ও করেছে। কিন্তু উনি সহযোগিতা করেন নি। গত রবিবার ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর অফিসার ওনার বাড়ি গেছিলেন। আর সেখান থেকে ওনাকে কলকাতা পুলিশের অফিসারেরা ওনাকে আটক করে শেক্সপিয়র থানায় নিয়ে যায়।
এরপর সিবিআই এর বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযুক্ত পুলিশ অফিসারকে নিয়ে ধর্নায় বসেন। কলকাতা পুলিশের তরফ থেকে সিবিআইকে হেনস্থা করা এবং অভিযুক্ত পুলিশের অফিসার সিবিআইকে সহযোগিতা না করার জন্য সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ে সিবিআই। মহামান্য আদালত থেকে রাজীব কুমারকে সিবিআই এর জেরার সন্মুখিন হওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই জেরা শিলংয়ে করার আদেশ দেয় মহামান্য আদালত।
আদালতের রায়ের পরেই তাঁর কাগজপত্রের কপি সিজিও কমপ্লেক্স থেকে শিলিং এর সিবিআই দফতরে পাঠানো হচ্ছে। শিলিং অফিসের সিবিআই আধিকারিক দের চিটফান্ড কাণ্ড এবং রাজীব কুমারের ভূমিকা নিয়ে পাঠ পড়ান হবে।
রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য তৈরি হবে বিশেষ দল। এবং ওনার বয়ান রেকর্ডের জন্য একটি বিশেষ দল গঠন করা হবে। সুপ্রিম কোর্টের আদেশের পর একেবারে কোমর বেঁধে নামছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2S8OC99
Bengali News