-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা দেখে ঘুম ছুটেছে মমতার, বিজেপির বঙ্গ বিজয় শুধু সময়ের অপেক্ষা

- February 04, 2019

গতকাল বনগাঁর ঠাকুরনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যেভাবে ভিড় লক্ষ্য করা গেছে, যেখানে ব্যারিকেড ভেঙে জনসমুদ্র ঢুকে পড়ছিল, কয়েকজন মহিলা অজ্ঞান হয়ে পড়েছিল ও যার জন্য কোনো দুর্ঘটনা এড়াবার জন্য প্রধানমন্ত্রীকে মাত্র ১৪ মিনিট ভাষণ দিয়েই থিম যেতে হল তাতে একটা প্রশ্ন উঠেই আসছে যে তবে কি পশ্চিমবঙ্গের মাটিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর জনপ্রিয়তায় ভাঁটা পড়ল !!!

প্রকৃতপক্ষে জনমানসে একটি ধারণা তৈরী হয়েছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারাতে আসমুদ্র হিমাচলের সমস্ত বিরোধীরা তাদের সমস্ত নীতি বিসর্জন দিয়ে একমঞ্চে জড়ো হয়েছেন, সেই নরেন্দ্র মোদিকে একবার স্বচক্ষে দেখতেই তারা জনসভাতে উপস্থিত হয়েছিল।

প্রধানমন্ত্রীও বারবার মঞ্চ থেকে এই ভীষণ ভীড়ের ধন্যবাদ দিচ্ছিলেন এবং একে মমতা বানার্জ্জীর বিরুদ্ধে জন আক্রোশের ফল বলছিলেন, তিনি আরও বলেন যে দিদির রাজ্য পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অবস্থা কেমন তা এতেই দেখতে পাচ্ছি যে মঞ্চের সামনে একজন ব্যক্তি মাথায় পট্টি নিয়ে সভাতে এসেছেন ও যার নাঁক ক্ষত বিক্ষত রয়েছে।

উত্তর চব্বিশ পরগণার ঠাকুরনগরে বাংলাদেশ থেকে আগত মতুয়া জনজাতির সংখ্যা বেশি। এই জনসভার আয়োজনও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘই করেছিল, যেখানে প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। এখানে মতুয়া সম্প্রদায়ের ৩০ লক্ষ ভোটার আছে যাদের গুরুত্ব পাঁচটি লোকসভা আসনে গুরুত্বপূর্ণ। যেখানে সমস্ত রাজ্যে এই সম্প্রদায়ের ভোটার প্রায় ৭৫ লক্ষ। এইকারণে ঠাকুরনগরে মোদীর জনসভায় এই জনসমুদ্র স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী মমতার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

অপরদিকে ঠাকুরনগরের পরে দুর্গাপুরেও নেহেরু স্টেডিয়ামে আসা বিরাট জনসংখ্যাও রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মাথাব্যথার কারণ হিসেবে দেখা দিয়েছে। সেখানে তিনি তার বক্তব্যে তৃণমূল ও বামফ্রন্ট সরকারকে একই মুদ্রার দুপিঠ বলে ঘোষণা করে বলেন যে তাদের কার্যশৈলী একই, আর তা হল গুন্ডাগিরি ও তোলাবাজি।

আসলে লোকসভা ভোটের মুখে বঙ্গবিজয়ের উদ্দেশ্যে মাঠে নামা বিজেপি চাইছে দার্জিলিং ও আসানসোলের আসনটি তো তাদের নিশ্চিতই আছে, তাই প্রত্যেকটি অঞ্চলে লাগাতার শীর্ষ নেতৃত্বদের দিয়ে সভা করালে বিজেপির আগ্রাসী মনোভাব বিজেপিকে ২০ থেকে ২২টি আসন অন্তত জিতিয়ে দেবে আসন্ন লোকসভা ভোটের জন্য।

যেভাবে প্রধানমন্ত্রী মতুয়া সম্প্রদায়ের নাটমন্দিরে প্রথমে পূজা ও পরে বড়মা বীণাপানি দেবীর সঙ্গে দেখা করে সেখানে মতুয়া সম্প্রদায়ের মন জয় করে নিয়েছেন তাতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি যে এতে বনগাঁ লোকসভাটি এবার বিজেপির ঝুলিতে যাওয়া কেবল সময়ের অপেক্ষা।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2S7CMf7
Bengali News
 

Start typing and press Enter to search