কংগ্রেস আমলে বিজয় মালিয়া ভারতের রাজ্যসভা সাংসদ ছিল। দেশের বড় বড় মন্ত্রীদের নিজের প্লেনে বসিয়ে এদিক ওদিক ঘুরিয়ে বেড়াতেন। শুধু এই নয়, সোনিয়া গান্ধীকেও ইনি নিজের প্লেনে বসিয়ে ভ্রমণ করাতেন। সমস্থ ব্যাঙ্কের লোন কংগ্রেস সরকারের আমলেই পেয়েছিল বিজয় মালিয়া। যতদিন কংগ্রেস ছিল ততদিন বিজয় মালিয়া রাজার মতো ঘুরে বেড়াতো। ভারত দেশকে নিজের সম্পত্তি মনে করে এদিক ওদিক দুনাম্বারি ব্যাবসা করতে লাফিয়ে বেড়াতো। কিন্তু মোদী আসার পর থেকে কাহিনী পুরো পাল্টে গেছে। মোদী ক্ষমতায় আসা মাত্র মালিয়া দেশ থেকে পলায়ন করেছিল। এখন মালিয়া লন্ডনে বসে আইনি লুকোচুরি খেলছে।
মোদী সরকার মালিয়ার অবস্থা পুরো খারাপ করে রেখেছে। মোদী সরকার ক্ষমতায় এসে দেশে ছেড়ে পলাতক চোরদের জন্য বিশেষ বিশেষ কিছু বিল পাশ করিয়ে আইন তৈরি করেছিল। এখন সেই আইন বিজয় মালিয়ার মতো লোকেদের গলায় পরিয়ে টান দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। মোদী বিজয় মালিয়ার অবস্থা কতটা খারাপ করেছে সেটা তার সম্প্রতি দেওয়া মন্তব্য থেকেই বোঝা যায়।
গতকাল মালিয়া একটা টুইট করেছে সেখানে লিখেছে- ” ব্যাঙ্ক জানিয়েছে যে আমার সবমোট ৯০০০ কোটি টাকার ঋণ রয়েছে কিন্তু সরকার আমার ১৩,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। এটা কি ঠিক হচ্ছে?”মালিয়া আরো লিখেছে-” প্রত্যেকদিন সকালে উঠে খবর পায় যে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে।” মালিয়ার টুইটের ছবি উপরে দেওয়া হলো।
স্পষ্টতই বুঝতে পারছেন যে লন্ডনে বসে থেকেও শান্তি নেই মালিয়ার। মোদী সরকারের কার্যবাহী লাগাতার চিন্তায় ফেলেছে মালিয়াকে। লন্ডনের কোর্ট যেকোনো দিন মালিয়াকে CBI ও ED হাতে তুলে দিতে পারে যার ভয়ে দুশ্চিন্তায় ভুগছে মালিয়া। একইসাথে দেশে মালিয়ার যত বৈধ অবৈধ জমি রয়েছে সমস্তকিছু বাজেয়াপ্ত করেছে মোদী সরকার যার জন্য চরম চিন্তায় মালিয়া।
মোদী সরকার ৯ হাজার কোটি টাকা লুটে পালিয়ে যাওয়া মালিয়ার ১৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করে নিয়েছে। কংগ্রেস ঘনিষ্ঠ মালিয়ার কাছে কত টাকা রয়েছে এটা এই অঙ্ক থেকে আন্দাজ করা যেতে পারে। ভারতে যাতে আবার কংগ্রেস ক্ষমতায় আসে তার জন্য মালিয়া প্রচুর টাকা ফান্ডিংও করছে। কারণ যদি দেশে কংগ্রেস চলে আসে তাহলে মালিয়ার ‘আচ্ছে দিন’ আবার শুরু হয়ে যাবে।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Gf7T1o
Bengali News