প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনগাঁর ঠাকুর নগরে একটি বিশাল জনসভায় আজ বক্তব্য পেশ করলেন। বনগাঁর ঠাকুরনগর দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায়ের ঘাঁটি হিসেবে পরিচিত। মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু মা বীণাপাণি দেবী এখনো এখানেই বসবাস করেন।
আজ বনগাঁয় প্রধানমন্ত্রী এত ভিড় দেখে উচ্ছসিত হয়ে বলেন, ‘এবার আমি বুঝতে পেরেছি কেন দিদি বিজেপি কর্মীদের উপর চরাও হচ্ছে” প্রসঙ্গত কদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মেদিনীপুরের কাঁথিতে একটি জনসভা করেন। আর সেই সভা শেষ হওয়ার পর তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর চরাও হয়, আর বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করে।
কমপক্ষে ৫০ টি বাহনকে ক্ষতিগ্রস্ত করে তাঁরা। বিজেপির কেন্দ্র নেতৃত্ব এই ঘটনার চরম নিন্দা করে তৃণমূলকে সাবধানী বার্তা ও দেয়। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এই ঘটনার নালিশ সোজা কমিশনে করার কথাও বলেন। শুধু কাঁথি নয়, রাজ্যের চারিদিকে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা।
এমনকি একটি গণতান্ত্রিক দেশের একটি রাজ্যতে বিরোধী দলের সভা করার অনুমতি পর্যন্ত দেওয়া হয় না। আবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জী জোর গলায় অভিযোগ করে বলেন যে, দেশে গণতন্ত্র নেই! এর আগে মালদহে অমিত শাহ-এর হেলিকপ্টার নামার অনুমতি দিচ্ছিল না রাজ্য প্রশাসন। প্নেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ হেলিকপ্টার নামার অনুমতি হাসিল করে নেয় বিজেপি।
তারপর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর হেলিকপ্টার নামতে না দেওয়ার ও অভিযোগ ওঠে। এমনকি আজকে ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভা বানচাল করার জন্য অনেক প্রয়াস করেছে তৃণমূল, কিন্তু যে করেই হোক আজ সভা করার অনুমতি হাসিল করে নেওয়া হয়েছিল।
আজ প্রধানমন্ত্রী ওই সভা থেকে নাগরিকতা পঞ্জিকরন বিলের সমর্থনে ভাষণ দেন। উনি বলেন, দেশ ভাগের পর অনেক হিন্দু, পারসি, শিখ, ইসাই অন্য দেশ থেকে এদেশে চলে এসেছিল তাঁদের অত্যাচারে। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই এখনো ভারতীয় নাগরিকতা পাননি, তাই তাঁদের এদেশে পাকাপাকি বসবাস করার ব্যাবস্থা করবে মোদী সরকার। আর সেই জন্য নাগরিক বিল লাগু হবে।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2G5QAR0
Bengali News