রাহুল গান্ধীর দুবাই সফর জুড়ে বিতর্ক শেষ হওয়ার নাম নিচ্ছে না। দুবাইতে গিয়ে প্রথমে খালিস্থানি জঙ্গিদের সাথে বৈঠক এবং তারপর ভারতকে অসহিষ্ণু বলে মন্তব্য ঘিরে লাগাতার বিতর্ক চলেছে। শুধু তাই নয় দুবাইতে ১৪ বছরের এক বাচ্চা মেয়ের প্রশ্নে বেসামাল হয়েও পড়েন রাহুল গান্ধী। যার জেরে কংগ্রেসের IT সেল দুবাইতে লাইভ টেলিকাস্ট বন্ধ করতে বাধ্য হয়। তবে রাহুল গান্ধীর এই বিতর্কজড়িত মন্তব্য এখনো বন্ধ হয়নি। আরো একবার অযৌক্তিক মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন রাহুল গান্ধী। অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার পর এবার অহিংসা নিয়ে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন, ‘মহাত্মা গান্ধী অহিংসার ধৰ্ম শিখেছিলেন মহান ধৰ্ম ও মহান শিক্ষকদের থেকে। গান্ধী অহিংসা ধর্মের শিক্ষা নিয়েছিলেন ভারতের প্রাচীন সাহিত্য থেকে। ইসলাম, খ্রিষ্ঠান,বৌদ্ধ ধর্ম থেকেও গান্ধী অহিংসার শিক্ষা নিয়েছেন।’
यह है चुनावी हिन्दू का असली चेहरा
दुबई में अहिंसा का पाठ पड़ा रहें हैं
पूरे विश्व में हिन्दू धर्म को सबसे ज्यादा सहिष्णु माना गया है और यह उसका नाम भी नहीं लेते। सिर्फ इसलिए कि वहां हिन्दू कम हैं
कई खाल हैं इनके पास जहां जो फायदा देती है वो ही पहन लेते हैं@BJP4India pic.twitter.com/FPre0kCMRr
— Gaurav Bhatia
(@gauravbh) January 14, 2019
রাহুল গান্ধীর মতে ইসলাম ধর্ম থেকে অহিংসার শিক্ষা নিয়ে মোহনদাস করম চাঁদ গান্ধী বিশ্ববিখ্যাত নেতা হয়েছিলেন। যদিও ইসলামের নামে ভারত দেশভাগ করার কট্টর দাবিকে অহিংসা দিয়ে আটকাতে পারেননি মোহনদাস করম চাঁদ গান্ধী। এমনকি মোহনদাসের অহিংসা ভারতকে স্বাধীন করতেও অক্ষম ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে শুধুমাত্র ধর্মের নামে ভোটব্যাংক তৈরিতে ব্যাস্ত ছিল এটা স্পষ্ট।
জানিয়ে দি, বিজেপি পার্টি রাহুল গান্ধীর মন্তব্যের উপর তীব্র নিন্দা করেছে। বিজেপির দাবি রাহুল গান্ধী ধর্ম নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে। সুপ্রিম কোর্টের উকিল এবং বিজেপির স্পোক পারসন গৌরব ভাটিয়া বলেছেন পুরো বিশ্ব জানে যে হিন্দু ধর্ম সবথেকে সহিষ্ণু ধৰ্ম, কিন্তু রাঃ গান্ধী তার মন্তব্য হিন্দু ধর্মের নাম পর্যন্ত মুখে আনেননি। গৌরব ভাটিয়া বলেন, রাহুল গান্ধী হিন্দু ধর্মের নামে মুখে আনেননি কারণ দুবাইতে উপস্থিত জনতার মধ্যে হিন্দু সংখ্যা কম ছিল।
জানিয়ে দি, রাহুল গান্ধীকে আক্রমন করে বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় শুরু করে দেয়। রাহুল গান্ধীকে নির্বাচনী হিন্দু বলেও মন্তব্য করে বিজপি। নির্বাচন সামনে এলে রাহুল গান্ধী হিন্দু সেজে মাথায় তিলক লাগিয়ে বেরিয়ে পড়েন কিন্তু বাকি সময় উনি ইসলামের গুনগান করতে থাকেন বলে দাবি বিজেপির।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2M9F2wq
Bengali News