-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাকিস্তানের সাথে সম্পর্ক আছে মহম্মদ শামিরের!! বিস্ফোরক মন্তব্য করে আর কি বললেন স্ত্রী...!

- March 08, 2018

সুপ্রভাত ডিজিটাল:   হাসিন জাহান তাঁর স্বামী মহম্মদ শামিরের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেন। শামিরের বিরুদ্ধে তিনি বিশ্বাসভঙ্গের অভিযোগ ও গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছেন। তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে, শামির চেয়েছিলেন একটা বলিউডের এক নায়িকাকে বিয়ে করতে। 



হাসিন অভিযোগ করেছেন, তাঁকে ডিভোর্সের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। পাকিস্তানের এক মহিলার সাথে তাঁর সম্পর্কে আছে। প্রবীণ ত্রিপাঠি, যিনি যুগ্ম পুলিশ কমিশনার তাঁর কাছে হাসিন তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শামিরের বিরুদ্ধে ৩০৭, ৩২৮,৩৭৬ ও ৪৯৮-র জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 

হাসিন জানিয়েছেন, শামির ওই পাকিস্তানের মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। শামির নাকি তাঁর সঙ্গে প্রচণ্ড ঝগড়া করেন। যখন হাসিন শামিরদের গ্রামের বাড়ি যান, শামির তখন তাঁর দাদার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করতে তাঁকে জোর করেন। তাঁর শশুরবাড়ির লোকেরা তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে খুনের চেষ্টা করেন। কিন্তু তা হয়নি। 

কারণ তিনি সেখান থেকে পালিয়ে যান ও নিরাপদে কলকাতায় ফিরে আসেন। কিন্তু শামির এই সব অভিযোগ অস্বীকার করে বলছেন, এই সব তাঁর কেরিয়ার নষ্ট করার ষড়যন্ত্র। তাঁর স্ত্রীর অভিযোগের সঠিক তদন্ত খুঁটিয়ে দেখতে চেয়েছেন তিনি।


***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************
24 Ghanta Live News
Today Bengali News
 

Start typing and press Enter to search