-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নারী সুরক্ষা নিয়ে মোদী সরকারের এক বড় কদম, জেনে নিন কি সেটি...

- November 22, 2017

মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার কথা ভাবনা-চিন্তা করছে নরেন্দ্র মোদী সরকার। নারী সুরক্ষা জোরদার করতে দেশের বিভিন্ন শহরে পুলিশি নজরদারি বাড়ানো ছাড়াও শীঘ্রই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, নারী সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখতে বুধবার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা। বৈঠকে ছিলেন পুরসভাগুলির কমিশনার, পুলিশ কমিশনার, রাজ্য সরকারগুলির উচ্চপদস্থ আধিকারিক। সেই বৈঠকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ দিনের বৈঠকে নারী নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা, থানায় মহিলাদের নিয়োগ, সাইবার অপরাধ রোধ করা, পরিকাঠামো উন্নয়ন, অপরাধপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কলকাতা ছাড়া এই তালিকাভুক্ত শহরগুলি হল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, অমদাবাদ, লখনউ ও হায়দরাবাদ।বৈঠকে পুলিশি নজরদারি ও বেসরকারি উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে পরিকল্পনা সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এক মাসের মধ্যে সেই পরিকল্পনা পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে গঠিত কমিটির কাছে। তার পরই এই কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য পরামর্শ দেবে।
 

Start typing and press Enter to search