দুর্গাপুর- পানাগড় শিল্পতালুকে উৎপাদন শুরু করলো বেসরকারি সার কারখানা ম্যাট্রিক্স ফার্টিলাইজার। প্রায় সাত হাজার কোটি টাকার বিনিয়োগে গড়ে উঠা এই কারখানা থেকে প্রাথমিক পর্যায়ে উৎপাদিত ইউরিয়া এই রাজ্য সহ প্রতিবেশী বিহার,ঝাড়খণ্ডে সরবরাহ করা হবে। পুরোদমে উৎপাদন শুরু হলে দেশের অন্য রাজ্য গুলোতেও তা সরবরাহ হবে বলে জানিয়েছেন ম্যাট্রিক্স কর্তৃপক্ষ।তবে উৎপাদিত ইউরিয়া বিক্রির ব্যাপারে কেন্দ্রীয় সার মন্ত্রকের নজরদারি থাকবে বলে জানা গিয়েছে।
এই মুহূর্তে কারখানার কাজের জন্য আড়াইশো কর্মী নিয়োগ করেছেন।বাকি সাতশো কর্মী কে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে।প্রয়োজনে পরবর্তী সময়ে কর্মী নিয়োগের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।পানাগড় শিল্পতালুক-সহ রাজ্যে বড়ো বিনিয়োগের তালিকায় ম্যাট্রিক্স ফার্টিলাইজার এর নাম উল্লেখযোগ্য।পুরোদমে কাজ শুরু হয়ে গেলে প্রতিদিন গড়ে তিনহাজার আটশপঞ্চাশ মেট্রিক টন সার ইউরিয়া উৎপাদিত হবে।দুর্গাপুর মহকুমার বনিকসভার সদস্য হরপ্রসাদ ঘোষাল বলেন,'গত কয়েক বছরে রাজ্যে সেরকম কোনও বড়ো বিনিয়োগ নেই।পনাগড় শিল্পতালুকে ম্যাট্রিক্স প্রচুর টাকা বিনিয়োগ করেছে।তাদের কাজ করতে দিতে হবে।উৎপাদন শুরু হওয়ার পর কিছু লোক সেখানে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে বলে শুনছি।এটা কখনোই কাম্য নয়।কাজ পাইয়ে দেওয়ার নামে এলাকার বাসিন্দাদের ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।মনে রাখতে হবে এটা দেশের আধুনিক সার কারখানা।এখানে অধিকাংশ কাজ মেশিনে হবে।বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলে শিল্পপতিদের কাছে ভুল বার্তা যাবে।রাজ্যে বিনিয়োগ আসবে না।'
মিথেন গ্যাসের উপর ভিত্তি করে ম্যাট্রিক্স কারখানায় উৎপাদন হবে। এসার অয়েল ও গ্যাস সংস্থা এখানে মিথেন সরবরাহ করবে।এছাড়া গ্রেট ইস্টার্ন এনার্জি নামে আরও একটি সংখ্যা এখানে মিথেন সরবরাহ করবে।
Source-eisamay