-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিজেপি সরকারের নতুন পদক্ষেপ বাংলায় সরকার গঠনের জন্য , জানতে ক্লিক করুন

- September 10, 2017
আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার জন্য তার মতো কাজ তারা চালিয়ে যাচ্ছে,জেলাতে জেলাতে নিজেদের জমিতে তারা পার্টি অফিস খুলছে। বর্তমানে বাংলার প্রতিটি জায়গায় তৃণমূল কংগ্রেশ এর পার্ট অফিস থাকলেও , বাংলায় বিজেপি সরকারের প্রতি অফিস এর পরিমাণ খুব কম তাই , বিজেপির সদস্য গণ অফিস খোলার দিকে গুরুত্ব পূর্ণ পদক্ষেপ নিয়েছে।

রাজ্যে কিভাবে মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি চলছে দেখুন এই ভিডিওটিতে



PHOTO BY GOOGLE.COM
কিন্তু বর্তমান সরকারে থাকা তৃনমুল - কংগ্রেস তারা তাদের যেখানে যেকোন জায়গায় পার্টি অফিস খুলছে, এই এইরকমই চন্দননগর এ ১৫ নাম্বার ওয়ার্ড মধ্যে খোলা হয়েছিল সেই নিয়ে বিজেপি তরফ থেকে পার্টি অফিস খোলে , এবং পরবর্তী কালে বাংলার সরকারে কিছু বিরোধিতা করার জন্য , প্রশাসন সেই অফিস বন্ধ করে।এইরকম নানা জেলাতে নানা রকম ভাবে পার্টি অফিস খোলা হচ্ছে।
সামনেই পঞ্চায়েত ভোট তারজন্য জোরকদমে জায়গা দখল করেছে বলে জানিয়েছে বিজেপি চন্দননগর এক সাধারণ সম্পাদক মানিক বোস। যদিও পশ্চিমবঙ্গের বিজেপি সদস্যদের বাংলায় বিভিন্ন জায়গায় তৃণমূল সরকার বাধা সৃস্টি করছে বলে জানিয়েছেন তারা ।





[বি: দ্র:~ সুপ্রভাত.ইন ,বাংলাতে প্রকাশিক নতুন ব্লগ এ আপনাকে স্বাগত , আপনাদের প্রতি অনুরোধ আমাদের ব্লগ এ আপনার ইমেইল টি সাবস্ক্রাইব করুন পরবর্তী পোস্ট সর্বপ্রথম পেতে । আপনি Google Chrome ব্যবহারকারী হলে , লাল ঘন্টা বোতাম এ টিপে সাবস্ক্রাইব করে দিন। আমাদের পোস্ট গুলি ভালো লাগলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন ]

 

Start typing and press Enter to search