-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাজনীতি করতে গিয়ে মমতা ব্যানার্জী অপমানিত হলেন হাইকোর্টে দেখুন,

- September 21, 2017
প্রতিমা নিরঞ্জনকে নিয়ে হাইকোর্টের দারস্থ হতে হচ্ছে -এটা কোন গনতান্ত্রিক দেশ। বাংলার হিন্দু ভাইবোনেদের শ্রেষ্ট পূজা দুর্গাপূজা।
PHOTO BY GOOGLE.COM
সেটাতো এই বাংলার মুসলমান ভাইবোনেরা জানেন এবং বিজয়ার দিন বহু মুসলমান ভাইবোনেরা হিন্দু ভাইবোনেদের সাথে সুহৃদয়তা বিনিময় করে থাকেন আর হিন্দু ভাইবোনেরা ও জানেন মুসলমান ভাইবোনেদের দু:খ বেদনার পর্ব মহরম। তাদের সেই দু:খ বেদনার প্রকাশ স্বরুপ তাজিয়া বের হয়। তাহলে মহরম এবং প্রতিমা নিরঞ্জন যদি পঞ্জিকা মতে একই দিনে হয়ে থাকে সেটার মধ্যে একটাকে বন্ধ করে আর একটাকে চালু করা এটা কোন নৈতিক দায়িত্ব? এই নিয়ে বি.জে.পি-র রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ হাইকোর্টের দারস্ত হয়েছিলেন। হাইকোর্টও এই নিয়ে স্বচ্ছ রায় দিলেন মহরম ও নিরঞ্জন একই সাথেই হবে। এটাকে বর্তমান শাসক দল বলতে চেয়েছেন রাজনীতি করা হচ্ছে। এই ধরনের উক্তি কি ঠিক??? রাজ্যের মানুষের হাতে রইল এর সঠিক মূল্যায়ন।

[বি: দ্র:~ সুপ্রভাত.ইন ,বাংলাতে প্রকাশিক নতুন ব্লগ এ আপনাকে স্বাগত , আপনাদের প্রতি অনুরোধ আমাদের ব্লগ এ আপনার ইমেইল টি সাবস্ক্রাইব করুন পরবর্তী পোস্ট সর্বপ্রথম পেতে । আপনি Google Chrome ব্যবহারকারী হলে , লাল ঘন্টা বোতাম এ টিপে সাবস্ক্রাইব করে দিন। আমাদের পোস্ট গুলি ভালো লাগলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন ] 
 

Start typing and press Enter to search