-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বাজি নিয়ে SC-র সিদ্ধান্তে ক্ষুব্ধ রোশনি আলি, বললেন- আমি আবারও হাইকোর্টে যাব

- November 02, 2021


কলকাতাঃ সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) পশ্চিমবঙ্গে বাজি পোড়ানোর মামলা নিয়ে শুনানি হয়। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নিষেধাজ্ঞাকে খারিজ করে শর্তসাপেক্ষ বাজি পোড়ানোয় অনুমতি দেয় শীর্ষ আদালত। গ্রিন ক্র্যাকার্স বা সবুজ পটকা ছাড়া সমস্ত পটকাই নিষিদ্ধ করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আর এরপরই বাজি নিষিদ্ধ করতে কলকাতা হাইকোর্টে মামলা করা রোশনি আলির (Roshni Ali) আরও একটি বয়ান সামনে এসেছে।

রোশনি জানিয়েছেন যে, তিনি সম্পূর্ণ ভাবে বাজি নিষিদ্ধ করতে আবারও কলকাতা হাইকোর্টে মামলা করবেন। সুপ্রিম কোর্টের রায়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে রোশনি বলেন, ‘আমার লড়াই এখনও শেষ হয়নি। আমি আবারও আবেদন করতে যাচ্ছি কলকাতা হাইকোর্টে। আমি আপনাদের নিঃশ্বাস নেওয়ার অধিকারের জন্য লড়াই করতে থাকব। এটা শুধু পরিবেশের জন্য নয়, এটা আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যর সঙ্গেও যুক্ত, যা এমন সিদ্ধান্তে সংকটের মধ্যে পড়েছে। এটা শুধু কলকাতা নয়, গোটা দেশ দেখছে।”

 

View this post on Instagram

 

A post shared by Roshni Ali (@theroshniali)

//https://ift.tt/2C16RQX

শীর্ষ আদালতের রায়ের পর হতাশায় ডুবে পড়েন রোশনি। তিনি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘প্রকৃতিকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু হেরে গিয়েছি। এই কয়েকমাস আগেই বহু মানুষ অক্সিজেনের অভাবে মারা গিয়েছিলেন, তাঁদের কথা ভেবেই কালীপুজোর সময় পরিচ্ছন্ন বাতাস পাওয়া আশা করেছিলাম মাত্র। কিন্তু সেই আশা পূরণ হল না। ইতিমধ্যে আমার অ্যালার্জি শুরু হইয়ে গিয়েছে। এতকিছুর মধ্যেও কী বাজি পোড়ানো খুবই দরকার ছিল?”

রোশনি আলি বলেন, ‘এই যুদ্ধ আমার একার ছিল না। আমি বাংলার জনগণের হয়েই এই মামলা করেছিলাম। মানুষের জীবনের থেকে বেশি তো আর কিছু হতে পারে না। আমি চাই মানুষ আরও সচেতন হোক, বুদ্ধি হোক। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আরও ভেবে দেখা উচিৎ ছিল। একটু সেকুলার হয়ে নতুন সময়ের জন্য যেন এগোতে পারি।



The post বাজি নিয়ে SC-র সিদ্ধান্তে ক্ষুব্ধ রোশনি আলি, বললেন- আমি আবারও হাইকোর্টে যাব first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3bw9JcJ
Bengali News
 

Start typing and press Enter to search