কলকাতাঃ চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হল না। অবশেষে সবাইকে ছেড়ে বিদায় জানালেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় (subrata mukherjee)। ওনার মৃত্যুতে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। কালীপুজোর দিনে সন্ধ্যা বেলায় তিনি SSKM হাসপাতালে প্রয়াত হন। শেষকালে ওনার বয়স ছিল ৭৬ বছর।
পুজোর পরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ২৪ অক্টোবর ভর্তি করা হয়েছিল এসএসকেএম-এ। এরপর ওনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও ঘটে। রাজ্যের অনেক নেতা, নেত্রীরা ওনার সঙ্গে দেখার করার জন্য হাসপাতালেও গিয়েছিলেন।
হাসপাতালের চিকিৎসকরা ওনাকে সুস্থ করার জন্য অনেক প্রচেষ্টাও চালান। কিন্তু শেষে জীবন যুদ্ধে হার মানেন সুব্রতবাবু। কালীঘাটে খবর যাওয়া মাত্রই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো ছেড়ে তড়িঘড়ি হাসপাতালে দৌড়ান। আর এরপরেই চরম শোকের সংবাদ নেমে আসে।
The post একটি যুগের অবসান, জীবন যুদ্ধে হার মেনে চিরবিদায় জানালেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় first appeared on India Rag .from India Rag https://ift.tt/31mcV8M
Bengali News