-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কড়া সিদ্ধান্তের পথে কেন্দ্র, প্রভাব পড়বে কোটি কোটি ভারতীয়র জীবনে

- November 06, 2021

নয়া দিল্লিঃ কেন্দ্রের অর্থনীতির উপর চাপ কমানোর জন্য এক বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। করোনা আবহে লকডাউনে কর্মহীন মানুষদের জন্য চালু করা বিনামূল্যে রেশন (Ration) সামগ্রী প্রদান, এবার থেকে বন্ধ হতে চলেছে। অর্থাৎ, এবার থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (pradhan mantri garib kalyan yojana) অর্থাৎ পিএমজিকেএওয়াই-র আয়ত্তায় গবীরদের আর বিনামূল্যে রেশন দেওয়া হবে না।

এক বিবৃতিতে কেন্দ্র সরকার জানিয়েছিল, বর্তমান সময়ে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। তাই বেশি দিন এই বিনামূল্যের রেশন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার আর দরকার নেই। যার কারণেই পিএমজিকেএওয়াই নভেম্বরের ৩০ তারিখ অবধি দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় সরকারের খাদ্য আর উপভোক্তা সচিব শুধাংশু পাণ্ডে এমনটাই জানিয়েছিলেন।

করোনা আবহ এবং লকডাউনের মধ্যে গত বছর মার্চ মাস থেকে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। আর এই প্রকল্প এপ্রিল-জুন ২০২০-র জন্য শুরু করা হলেও, তা বাড়িয়ে ৩০ শে নভেম্বর ২০২১ পর্যন্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরপর হয়ত আর এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে না। এই প্রকল্পের আয়ত্তায় দেশের প্রায় ৮০ কোটির বেশি মানুষকে প্রতি মাসে ৫ কেজি গম/চাল,  ১ কেজি গোটা ছোলা বিনামূল্যে দেওয়া হত।

ধারণা করা হয়েছিল, সামনেই উত্তরপ্রদেশ এবং বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন থাকার কারণে, এই প্রকল্প আগামী মার্চ মাস পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে শুক্রবার কেন্দ্রীয় সরকারের খাদ্য আর উপভোক্তা সচিব শুধাংশু পাণ্ডে জানান, ‘নভেম্বরের পর এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এখনও অবধি কোন প্রস্তাব আসেনি। তারউপর দেশের অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এখনও কোন খবর আসেনি’।
The post কড়া সিদ্ধান্তের পথে কেন্দ্র, প্রভাব পড়বে কোটি কোটি ভারতীয়র জীবনে first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3BQwEu2
Bengali News
 

Start typing and press Enter to search