নয়া দিল্লিঃ আপনি যদি স্বল্প বিনিয়োগে বড় মুনাফা অর্জন করতে চান সে ক্ষেত্রে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম ব্যবহার করতে পারেন আপনি। ঝুঁকিহীন বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিসের স্কিমগুলি আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হতে পারে। আজ যে স্কিমটির কথা বলব তার নাম হলো এনএসসি জাতীয় সঞ্চয় শংসাপত্র। মাত্র হাজার টাকা থেকেই এক্ষেত্রে বিনিয়োগ শুরু করতে পারেন আপনি।
জানিয়ে রাখিস পোস্ট অফিসের এই স্কিমটিতে 5 বছরের লক ইন পিরিয়ড রয়েছে। অর্থাৎ পাঁচ বছর পর চাইলে টাকা তুলে নিতে পারেন আপনি। ন্যূনতম বিনিয়োগের সীমা হাজার টাকা হলেও এর কোন সর্বোচ্চ সীমা নেই। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করলে আয় করের ক্ষেত্রেও ছাড় পাবেন আপনি। এটি আয়কর আইনের 80C-এর অধীনে প্রতি বছর 1.5 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিয়ে থাকে।
একইসঙ্গে এই ক্ষেত্রে তিন রকমের অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
সিঙ্গেল টাইপ – এই ধরনের আপনি নিজের জন্য বা নাবালকের জন্য বিনিয়োগ করতে পারেন।
জয়েন্ট এ টাইপ – এই ধরনের সার্টিফিকেট যে কোন দুই জন একসাথে নিতে পারে অর্থাৎ দুইজন একসাথে বিনিয়োগ করতে পারে
জয়েন্ট বি টাইপ – দুইজন ব্যক্তি এতে বিনিয়োগ করে, কিন্তু মেয়াদপূর্তিতে, শুধুমাত্র একজন বিনিয়োগকারীকে অর্থ দেওয়া হয়।
জানিয়ে রাখি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্কিমে বিনিয়োগ করেছেন। 2020 সালের জুনে তিনি এনএসসিতে 8 লাখ 43 হাজার 124 টাকা বিনিয়োগ করেছেন। একই সঙ্গে জীবন বীমার জন্য, তিনি 1 লাখ 50 হাজার 957 টাকা প্রিমিয়াম জমা করেছিলেন তিনি।
The post স্বল্প বিনিয়োগে বড় মুনাফা পোস্ট অফিসের বাম্পার এই স্কিমে, প্রধানমন্ত্রীও করেছেন বিনিয়োগ first appeared on India Rag .from India Rag https://ift.tt/30BWV2h
Bengali News