উজ্জয়ন: মধ্য প্রদেশে এক মহিলা নেত্রীকে ধর্ষণ করার মামলায় উজ্জয়ন জেলার কংগ্রেস বিধায়ক মুরলী মোরবাল-র পলাতক ছেলে করণ মোরবালকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলা নেত্রীকে ধর্ষণ করার পর থেকে অভিযুক্ত করণ বিগত ছয় মাস ধরে পলাতক ছিল। এমনকি পুলিশের তরফ থেকে তাঁকে খুঁজে দেওয়ার জন্য ২৫ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
মহিলা পুলিশ থানার ইনচার্জ জ্যোতি শর্মা বলেন, করণকে (৩০) ইন্দোর থেকে প্রায় ৮০ কিমি দূরের একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। উনি জানান, করণকে গেফতারির পর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আধিকারিকরা জানান, করণের বিরুদ্ধে ইন্দোরের মহিলা পুলিশ থানায় ২ এপ্রিল ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল।
আধিকারিকরা জানান, করণকে খুঁজে না পেয়ে ১৯ অক্টোবর তাঁর ভাই শিবমকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে শিবমকে থানায় নিয়ে যাওয়ার পর বিধায়ক বাবা ওই দিনই মহিলা পুলিশ থানায় পৌঁছে মহিলা পুলিশ আধিকারিকদের সঙ্গে গোপন চর্চা করেন। যদিও, ওনার গোপন চর্চা ধর্ষণে দায়ী বড় ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারে নি।
The post দলেরই নেত্রীকে ধর্ষণ, ছয় মাস লুকিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার কংগ্রেস MLA-র ছেলে first appeared on India Rag .from India Rag https://ift.tt/3ElwUmu
Bengali News