নয়া দিল্লিঃ একদিন আগে ভারত সরকার ব্রিটেন (Britain) থেকে আসা সমস্ত নাগরিকদের জন্য কড়া নিয়মের ঘোষণা করেছিল। নিয়ম অনুযায়ী, ইংল্যান্ড থেকে আসা সমস্ত নাগরিকদের ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR টেস্ট দেখাতে হবে আর ভারত আসার পর ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভারতের (India) এই সিদ্ধান্তকে প্রতিবেশী দেশ পাকিস্তান স্বাগত জানিয়েছে।
পাকিস্তানি মিডিয়া ভারত সরকারের এই কড়া মনোভাবের প্রশংসা করে বলছে যে, ব্রিটেন শাসনকে মোক্ষম জবাব দেওয়া হয়েছে।
পাকিস্তানি মিডিয়া বলেছে, ভারতে সবথেকে ভালো ভ্যাকসিন তৈরি হয়েছে। ওদের কাছে ভালো বিজ্ঞানী রয়েছে। এরপর পাকিস্তানি সাংবাদিক শাহিদ মাসুদ বলেন, ব্রিটেন কোভিশিল্ডকে নিজেদের তালিকায় জায়গা দেয় নি। আর এই কারণে ভারতীয়দের ব্রিটেনে যেতে সমস্যা হচ্ছে। গোটা বিশ্বে ভ্যাকসিনের একটাই ফর্মুলা, নাম আলাদা-আলাদা। ব্রিটেনের এই গায়ের জোরের মোক্ষম জবা দিয়েছে ভারত।
উল্লেখ্য, ভারতীয় নাগরিকদের ব্রিটেনে যাওয়ার জন্য সমস্যা হচ্ছিল। এর প্রধান কারণ হল, ব্রিটেন সরকার ভারতীয় ভ্যাকসিন কোভিশিল্ডকে স্বীকৃতি দেয়নি। ব্রিটেন কোভিশিল্ড নেওয়া ভারতীয় নাগরিকদের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইন নিয়ম রেখেছে। আর এরপর ভারতও ব্রিটেনের নাগরিকদের জন্য একই দিন থেকে একই নিয়ম লাগু করেছে।
The post ভারতের কড়া অ্যাকশনের ভূয়সী প্রশংসা পাকিস্তানে, চারিদিকে ভাইরাল হল ভিডিও first appeared on India Rag .from India Rag https://ift.tt/3oxjIGe
Bengali News