-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

১৫ বছর বয়সে ISIS-এ যোগ দিয়ে হয়েছিল দুই সন্তানের মা, এখন ফিরতে চায় ‘জিহাদি বেগম”

- September 16, 2021


নয়া দিল্লিঃ গোটা বিশ্বে ‘জিহাদি বেগম” নামে খ্যাত শামিমা বেগম এখন ISIS-র সঙ্গ ত্যাগ করেছে। শামিমা এখন তাঁর কৃতকর্মর কারণে পস্তাচ্ছে। আর এবার সে গুড মর্নিং ব্রিটেন শোয়ের লাইভ ইন্টারভিউতে জানিয়েছে যে, সন্ত্রাসবাদীদের কাছে যাওয়ার থেকে সে মৃত্যুর কোলে ঢলে পড়া পছন্দ করবে। শামিমা ব্রিটেনের মানুষের কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত।

ইংলিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে শামিমা ব্রিটেন থেকে পালিয়ে ISIS জয়েন করেছিল। সেই সময় শামিমার বয়স মাত্র ১৫ বচহর ছিল। শামিমা ISIS-র এক জঙ্গিকে বিয়ে করে জিহাদে যুক্ত হয়। আর তাঁর দুটি সন্তানও হয়।

রিপোর্ট অনুযায়ী, এক বিশেষজ্ঞ বলেছেন যে, শামিমা বেগম এখন নিজেকে নিরীহ প্রমাণ করার কাজে লেগেছে। শামিমা বেগম গুড মর্নিং ব্রিটেন টিভি শোয়ে বলেছে, ‘আমি ব্রিটেনের মানুষের কাছে ক্ষমা চাইছি। আমি অনেক ছোট বয়সে একটি বড় ভুল করে ফেলেছিলাম। ওই বয়সের বেশীরভাগ কিশোর-কিশোরী নিজেদের ভালোমন্দ বুঝতে পারে না। ওই বয়সে বেশীরভাগ বাচ্চাই পথভ্রষ্ট হয় আর তাঁরা সহজেই সেসব জিনিশের প্রতি আকৃষ্ট হয়, যেগুলি তাঁদের জীবনে বড়সড় ক্ষতি করতে পারে।”

গুড মর্নিং ব্রিটেন শোয়ে প্রাক্তন আইসিস জঙ্গি শামিমা বেগমকে বোরখার বদলে কালো রঙয়ের টুপি, ধূসর রঙয়ের টপ আর লিপস্টিক এবং খোলা চুলে দেখা গিয়েছে। তাঁর এই নতুন রূপ শেষবারের সাক্ষাৎকারের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। শেষবার তাঁকে বোরখা পরে সাক্ষাৎকারে অংশ নিতে দেখা গিয়েছিল।

বলে দিই, ২০২১-র মার্চে শামিমা বেগমকে বাংলাদেশ আর নেদারল্যান্ড বড়সড় ঝটকা দেয়। দুই দেশই তাঁকে নিজেদের দেশে শরণ দেবে না বলে জানিয়ে দেয়। এর আগে ২০১৯ সালে ব্রিটিশ সরকার তাঁর নাগরিকত্ব ছিনিয়ে নিয়েছিল।

The post ১৫ বছর বয়সে ISIS-এ যোগ দিয়ে হয়েছিল দুই সন্তানের মা, এখন ফিরতে চায় ‘জিহাদি বেগম” first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3Cf9he8
Bengali News
 

Start typing and press Enter to search