বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বেশিরভাগ মানুষের জীবনের একটা অঙ্গে পরিণত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ভারত দেশে বিজেপি নিজের যে জায়গা করে নিয়েছে তার পেছনে বড় হাত রয়েছে এই সোশ্যাল মিডিয়ার। বিজেপি পার্টি নিজের শক্তি বৃদ্ধির জন্য যেভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পেরেছে তা সম্ভবত আর কোনো রাজনৈতিক পার্টি করে দেখাতে পারেনি। তবে বিজিবি প্রচারে পার্টির দ্বারা নির্বাচিত লোকজন যেভাবে প্রচার করেছে তার থেকে অধিক প্রচার করতে দেখা গেছে সাধারণ বিজেপি প্রেমীদের, যারা মূল রাজনীতি থেকে দূরেই থাকেন।
বড়ো বড়ো নেতাকে পেছনে ফেলেছেন যোগী আদিত্যনাথ
মূলত এই সমস্ত বিজেপি সমর্থকদের জন্যই আজ এই রাজনৈতিক পার্টি পৃথিবীর সবথেকে বড় দলে পরিণত হয়েছে। এখন বিজেপি পার্টি তে এমন বহু বড় বড় নেতা উঠে এসেছেন যারা বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। এই সকল নেতাদের মধ্যে অন্যতম যে নাম উঠে আসে তিনি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা যোগী আদিত্যনাথের প্রভাব ব্যাপক। ওনার ফ্যান ফলোয়িং বহু দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকেও টক্কর দেয়। রাজনৈতিক প্রচার হোক বা না হোক যোগী আদিত্যনাথ নিজের সিদ্ধান্তের কারণে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন। বিশেষ করে তার আমলে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়া উনাকে আরো বড় নেতা রূপে পরিচিত পেতে সাহায্য করেছে।
আপনারা আমাদের সুরক্ষা বলয়- বললেন যোগী আদিত্যনাথ
সম্প্রতি যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় থাকা নীতিনির্ধারকদের নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বিজেপি প্রচারকদের সম্বোধন করে বলেছেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজেপির প্রচার করে তারা আমাদের জন্য একটা বড় শক্তি। যোগী আদিত্যনাথ এর কথায়, “যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রচার করেন তারা আমাদের জন্য এক অদৃশ্য সুরক্ষা বলয়।” এ প্রসঙ্গে আরও বলতে গিয়ে যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় থাকা বিজেপি প্রেমীদের ধন্যবাদও জানান।
প্রসঙ্গত জানিয়ে দিন কিছু বছর আগে যোগী আদিত্যনাথ এর খ্যাতি গোরখপুর এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে নিজের কাজ ও সোশ্যাল মিডিয়ার দরুন এখন যোগী আদিত্যনাথ একজন বিশ্বনেতা হিসেবে উঠতে শুরু করেছেন। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এর খ্যাতি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের ইর্ষায় ফেলার মতো।
The post সোশ্যাল মিডিয়ায় থাকা বিজেপি সমর্থকদের নিয়ে বড়ো মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ! শুনে খুশি বিজেপি প্রেমীরা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3Es3qEm
Bengali News